ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছবি মুক্তির পর সেই ছবির প্রচার, তারপর নতুন ছবির প্রস্তুতি (Dev-Rukmini)। এখন দু’জনে কাজ নিয়েই খুব ব্যস্ত। আর সেই ব্যস্ততার ফাঁকে টুক করে বেরিয়ে পড়লেন। ছুটি কাটাতে সোজা পৌঁছে গেলেন মালদ্বীপে (Maldives)। এমনটাই বলছেন অনুরাগীরা। শুধু তাই নয়, দুয়ে দুয়ে চার করে দিচ্ছেন তারা। বলা হচ্ছে, দেব-রুক্মিণী (Dev-Rukmini) জুটির কথা। একদিকে রুক্মিণীর পোস্ট, তো অপর দিকে দেবের পোস্ট। এই দুই পোস্টেই কী এমন ইঙ্গিত রয়েছে?
সমুদ্র সৈকতে দেব (Dev-Rukmini)
টলিউডের (Tollywood ) পাওয়ার কাপল বলা হয় দেব-রুক্মিণীকে (Dev-Rukmini)। মাঝে মাঝেই এই কাপল নিজেদের মতো সময় কাটাতে বেরিয়ে পড়েন। কিন্তু একসঙ্গে ছবি পোস্ট খুব একটা করেন না। নেটপাড়া বলছে, এবার একসাথে ঘুরতে গিয়েছেন দু’জনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (social media) দেব কিছু ছবি পোস্ট(Post) করেছেন। যেখানে দেখা যায়, সমুদ্র সৈকতে গাছের ছায়ায় একটি দোলনায় বসে আছেন তিনি। সামনে নীল সমুদ্র। চারিদিকের পরিবেশ ভীষণ স্নিগ্ধ এবং শান্ত। ওই ছবিটা পোস্ট করে দেব আবার লিখেছেন, ‘ এমনি ‘। পাশাপাশি ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন একটি গান। এছাড়াও টলিউড সুপারস্টারের স্টোরিতে দেখা গিয়েছে খালি দোলনা, সমুদ্রের ছবি থেকে শুরু করে দেবের শরীরচর্চার ছবি। যেগুলো অভিনেতা পোস্ট করেছেন।
রুক্মিণীর পোস্ট (Dev-Rukmini)
অপরদিকে রুক্মিণীও সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন (Dev-Rukmini)। তবে তাঁকে সমুদ্র সৈকতে দেখা যায়নি। দেখা গিয়েছে, একটি ঘরের মধ্যে। সেখানেই নানান ভঙ্গিতে ছবি তুলেছেন। লিখেছেন ‘লুকোচুরি’। দেব-রুক্মিণী একসঙ্গে নিজেদের কোনও ছবি পোস্ট না করলেও, অনুরাগীদের অনুমান টলিউডের এই পাওয়ার কাপল এখন ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে। দুজনে একসঙ্গে বেড়াতে গিয়েছেন।
আরও পড়ুন: Govinda-Sunita: গোবিন্দ-সুনিতার বিচ্ছেদের আবেদন! সত্যিই কি তবে সম্পর্ক ভাঙল?
অনুরাগীদের মন্তব্য
দেবের ছবিতে অনেক অনুরাগী কমেন্ট করে, দেব কোথায় ঘুরতে গিয়েছেন জিজ্ঞাসা করেছেন। আবার অনেকেই লিখেছেন, ” অসাধারণ জায়গা”। এক অনুরাগীর প্রশ্ন, “দেব আপনি একা কেন? রুক্মিণী কোথায়?” আবার এক অনুরাগীর মন্তব্য , “কিছু সময় একা একা কাটানো ভালো, একা একা সময় কাটানোর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে।” কিন্তু অনুরাগীরা অনেকেই মনে করতে চাইছেন না, যে দেব একা ঘুরতে গিয়েছেন।
আরও পড়ুন: Shah Rukh Khan: হুমকির ভয়! সপরিবারে মন্নত ছেড়ে কিং খানের ঠাঁই ভাড়া বাড়িতে
অবসরে সময় কাটাচ্ছেন দেব-রুক্মিণী!
প্রসঙ্গত, গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে দেবের ‘ খাদান ‘ । ছবিটি বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। ব্লকবাস্টার হিট হয়েছে ছবিটি। অপর দিকে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে রুক্মিণী অভিনীত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। ছবিটি মুক্তি পেয়েছে গত জানুয়ারি মাসে। সদ্য সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তিন তিনটি বিভাগে পুরস্কৃত হয়েছে ছবিটি। দেব-রুক্মিণী দুজনের হাতেই এখন একের পর এক নতুন কাজ। আর তাই একটু অবসরে দুজনে নিজেদের মতো সময় কাটাচ্ছেন।