ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার এসে গেল সম্পুর্ণ ভারতে তৈরি ল্যাপটপ (Made-in-India Laptop)। এই ল্যাপটপ পরীক্ষা করেছেন দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
ভারতীয় প্রযুক্তির নতুন সাফল্য (Made-in-India Laptop)
বুধবার কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি ভিডিও শেয়ার করেছেন (Made-in-India Laptop)। সেখানে তাঁকে VVDN Technologies নামে একটি ভারতীয় সংস্থার সম্পূর্ণ ভারতে তৈরি ল্যাপটপ পরীক্ষা করতে দেখা গেছে।
VVDN Technologies-এর বক্তব্য (Made-in-India Laptop)
ভিডিওতে VVDN Technologies-এর সিইও পুনীত আগরওয়াল বলেন, “হার্ডওয়্যার, মাদারবোর্ড, মেকানিক্যাল অংশ, বডি বা চ্যাসিস এবং সফটওয়্যার সবকিছুই ভারতে তৈরি (Made-in-India Laptop)। এটি আন্তর্জাতিক মানের সমান।”
ল্যাপটপের সম্ভাব্য স্পেসিফিকেশন
যদিও ভিডিওতে ল্যাপটপের সঠিক স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, VVDN Technologies-এর ওয়েবসাইট অনুযায়ী, এই সংস্থা OEM-দের জন্য এন্ট্রি-লেভেল ল্যাপটপ তৈরি করে, যা বিভিন্ন ব্র্যান্ডের নামে বাজারে আসবে।
আরও পড়ুন: AI uprising: এআই কি গোপন ভাষা তৈরি করছে? ভয় ধরানো ভিডিও নিয়ে তোলপাড়
একটি মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন হবে ১৪-ইঞ্চি ডিসপ্লে, ইন্টেল সেলরন প্রসেসর, ২৫৬GB SATA SSD স্টোরেজ পর্যন্ত সাপোর্ট, ৮GB RAM পর্যন্ত সাপোর্ট এবং মাইক্রোসফট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম।
VVDN-এর ল্যাপটপ বাজারে কবে আসবে?
VVDN Technologies সরাসরি নিজেদের ব্র্যান্ড নামে ল্যাপটপ বিক্রি করবে না। সংস্থাটি হোয়াইট লেবেলিং এবং বৃহৎ উৎপাদনের জন্য এই ল্যাপটপ তৈরি করছে। অর্থাৎ, বাজারে এটি বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নামে পাওয়া যাবে।
আরও পড়ুন: New Features Of Instagram: চ্যাটিং আরও আকর্ষণীয় হয়ে উঠবে ইনস্টাগ্রামে, এলো নতুন ফিচার
ভারতে হার্ডওয়্যার উৎপাদনের অগ্রগতি
ভারতে ইলেকট্রনিক পণ্য উৎপাদনের উন্নতি হয়েছে Make in India উদ্যোগের ফলে। সরকার প্রোডাকশন-লিংকড ইনসেনটিভ (PLI) স্কিম চালু করেছে, যা স্থানীয়ভাবে ইলেকট্রনিক পণ্য সংযোজন ও উৎপাদনকে উৎসাহিত করছে। এতে ব্র্যান্ডগুলি আমদানি খরচ কমাতে পারবে।
২০২৩ সালে ভারত সরকার ল্যাপটপ ও ট্যাবলেট আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। পরে সরবরাহ ঘাটতির আশঙ্কায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, যাতে ব্র্যান্ডগুলি ভারতে নিজেদের উৎপাদন ইউনিট স্থাপনের জন্য সময় পায়।