ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাজারে আসছে নাথিং এর নতুন ফোন (Nothing 3a)। জানানো হয়েছে এই ফোনে থাকছে অত্যাধুনিক নতুন সব ফিচার। কী ফিচার থাকছে আসুন দেখে নেওয়া যাক।
Nothing Phone (3a)-এ আসছে ডিজিটাল মেমরি ফিচার (Nothing 3a)
Nothing তাদের স্মার্টফোনে নতুনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যুক্ত করতে চলেছে (Nothing 3a)। Smartprix-এর এক প্রতিবেদনে টিপস্টার শিবম কুমার জানিয়েছেন যে Nothing-এর আসন্ন ফোন (3a) সিরিজে নতুন একটি AI-চালিত ফিচার ‘Essential Space’ যুক্ত হবে। এটি ব্যবহারকারীদের জন্য একটি ডিজিটাল মেমরির মতো কাজ করবে।
Essential Key: বিশেষ বোতাম যুক্ত হচ্ছে Nothing ফোনে (Nothing 3a)
এই নতুন AI ফিচারকে আরও কার্যকরী করতে Nothing একটি বিশেষ হার্ডওয়্যার বোতাম আনতে পারে, যার নাম হতে পারে ‘Essential Key’ (Nothing 3a)। এটি ফোনের ডান পাশে থাকবে এবং এক হাতে সহজেই ব্যবহার করা যাবে। এই বোতামের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত গুরুত্বপূর্ণ কনটেন্ট সংরক্ষণ করতে পারবেন।
কীভাবে কাজ করবে Essential Space?
সাধারণ AI প্রযুক্তির থেকে আলাদা, Essential Space একটি স্মার্ট হাবের মতো কাজ করবে। এটি ব্যবহারকারীর নানা ধরনের তথ্য সংগ্রহ ও ক্যাটাগরাইজ করবে, যার মধ্যে থাকবে স্ক্রিনশট, ভয়েস নোট, সোশ্যাল মিডিয়া সেভ এবং ছবি। AI-চালিত এই সিস্টেম সংরক্ষিত তথ্য সঠিকভাবে সাজিয়ে রাখবে, যাতে প্রয়োজনের সময় সহজেই খুঁজে পাওয়া যায়।
আরও পড়ুন: iOS Update: এপ্রিল মাসে আসছে iOS 18.4 আপডেট, থাকছে নতুন ফিচার ও উন্নত সুবিধা
Essential Key-এর কার্যকারিতা
এই বোতামের মাধ্যমে বিভিন্ন সহজ ফাংশন পাওয়া যাবে। একবার চাপলে কনটেন্ট সংগ্রহ করে Essential Space-এ পাঠানো হবে। দীর্ঘক্ষণ চাপলে সরাসরি ভয়েস নোট রেকর্ড হবে এবং ডাবল ট্যাপ করলে Essential Space-এ সংরক্ষিত সব কনটেন্ট দেখা যাবে।
Essential Space-এর গুরুত্বপূর্ণ ফিচার
Nothing শুধুমাত্র Essential Space-কে একটি ডিজিটাল আর্কাইভ নয়, বরং আরও উন্নত AI টুল হিসেবে গড়ে তুলতে চায়। এর কিছু সম্ভাব্য ফিচার হতে পারে—
• Camera Capture: ক্যামেরা অ্যাপে একবার প্রেস করলেই ছবি Essential Space-এ সংরক্ষিত হবে, যেখানে AI সেটি বিশ্লেষণ ও সংগঠিত করবে।
• Smart Collections: কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো হবে, যাতে ব্যবহারকারীদের আলাদাভাবে সংগঠিত করতে না হয়।
• Focused Search: নির্দিষ্ট ফাইল দ্রুত খুঁজে পাওয়ার জন্য উন্নত সার্চ অপশন যুক্ত থাকবে।
• Flip to Record: ভয়েস নোট রেকর্ড করার জন্য বিকল্প পদ্ধতি থাকতে পারে, যেখানে ফোন উল্টালেই রেকর্ডিং শুরু হবে।
আরও পড়ুন: Grok 3 AI: AI এর জগতে নয়া ধামাকা! এবার খেল দেখাবে মাস্কের Grok 3!
কবে আসছে Nothing Phone (3a) ও Phone (3)?
Nothing আগামী ৪ মার্চ আনুষ্ঠানিকভাবে Phone (3a) সিরিজ উন্মোচন করবে নাথিং। তবে আরও উন্নত সংস্করণের Essential Space ফিচার Nothing Phone (3)-এ এই বছরের শেষের দিকে আসতে পারে।