ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হোয়াইট হাউসে ফিরেই পাক প্রেমে মজেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump Aid to Pakistan)। ট্রাম্প প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণের জন্য পাকিস্তানকে বিরাট অঙ্কের অর্থ অনুদান দেওয়া হবে। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তকে ভারতের মোদী সরকারের পরাজয় বলে উল্লেখ করে সুর চড়িয়েছেন বিরোধীদল কংগ্রেস।
প্রায় ৪০ কোটি ডলার অনুদান (Trump Aid to Pakistan)
মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ রয়েছে পাকিস্তানের হাতে (Trump Aid to Pakistan)। কিন্তু সেই যুদ্ধ বিমানের বেশিভাগই এখন রক্ষণাবেক্ষণের অভাবে বিকল। কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই পাকিস্তানের কাছে থাকা বিকল মার্কিন যুদ্ধবিমান গুলোকে আবারও ব্যবহারযোগ্য করে তুলতে অর্থ অনুদান দেওয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের জন্য পাকিস্তানকে ৩৯.৭ কোটি ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিরোধীদের কটাক্ষ (Trump Aid to Pakistan)
মার্কিন সরকারের পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণের জন্য অর্থ অনুদান দেওয়াকে ভারতের কূটনৈতিক পরাজয় বলে কটাক্ষ শুরু করেছে ভারতের বিরোধীদল কংগ্রেস (Trump Aid to Pakistan)। তাদের দাবি এবার এই এফ-১৬ যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে পাকিস্তান।

ভারতের বিরুদ্ধে ব্যবহার নয় (Trump Aid to Pakistan)
পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ করতে অর্থ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্তও চাপিয়ে দিয়েছে আমেরিকা (Trump Aid to Pakistan)। আমেরিকার তরফে বলা হয়েছে, এই লড়াকু জেট কেবলমাত্র সন্ত্রাসবাদ দমনে ব্যবহার করতে পারবেন পাকিস্তানের বায়ুসেনা সেনাকর্তারা। আমেরিকার তরফে দেওয়া এই বিশেষ শর্ত থেকে এটাও স্পষ্ট হয়ে গেছে, আমেরিকা চায় না কোনো অবস্থাতেই পাকিস্তান এফ-১৬ যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার বা মোতায়েন করুক। এজন্য পাকিস্তানকে বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে আমেরিকার তরফে।
আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশে নতুন ছাত্র সংগঠনে পদ নিয়ে বিক্ষোভ ও মারামারি
মার্কিন তদারকি কর্মসূচি
মার্কিন তদারকি কর্মসূচির অধীনে পাকিস্তানকে এফ-১৬ রক্ষণাবেক্ষণের জন্য টাকা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। গত শতাব্দীর ৬০-এর দশক থেকে বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নমূলক কর্মসূচির জন্য আর্থিক সাহায্য দিয়ে আসছে আমেরিকা। এর জন্য ‘মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা’র মাধ্যমে প্রতি বছর কোটি কোটি ডলার বিলি করত আমেরিকা। পাকিস্তান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বা তাঁর কিচেন ক্যাবিনেটের সদস্যদের ইতিবাচক কোনও কথা বলতে শোনা যায়নি। এই পরিস্থিতিতে হঠাৎ করে এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের জন্য পাকিস্তানকে আমেরিকার বিপুল অর্থ দেওয়ার বিষয়কে সন্দেহের চোখে দেখছেন অনেকেই।
বিধিনিষেধ ভঙ্গ পাক ফৌজের
আমেরিকা এফ-১৬ যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণের জন্য যে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে তার জন্য অন্যতম শর্ত হল শুধুমাত্র সন্ত্রাসবাদ বন্ধ করতে এই যুদ্ধ বিমান ব্যবহার করতে হবে। কিন্তু পাকিস্তান ফৌজের একাধিক বার এই বিধিনিষেধ ভঙ্গের পুরোনো রেকর্ড রয়েছে। তাই আমেরিকার এই কঠোর বিধি নিষেধ পাকিস্তানের সেনাকর্তারা যে আদেও কতটা মেনে চলবেন তা নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে প্রতিরক্ষা মহলের।