ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাম শ্রমিক সংগঠন সিটু এবং এআইটিইউসি-র সমর্থনে (App Cab) বৃহস্পতিবার কলকাতায় অ্যাপ-ক্যাব ও বাইক-ট্যাক্সি পরিষেবা বন্ধ রাখা হয়। এই আন্দোলনের ফলে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়, বিশেষ করে সকালের দিকে।
দিতে হয় বেশি ভাড়া (App Cab)
অনেক যাত্রীকে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি ভাড়া (App Cab) দিতে হয়। সংগঠনগুলো অভিযোগ করছে যে পরিবহণ দফতর ৩১ মার্চের পর বাইক-ট্যাক্সির জন্য হলুদ নম্বর প্লেট বাধ্যতামূলক করছে, কিন্তু অনেক চালক এখনও এটি পাননি।
ক্ষতিগ্রস্ত চালকেরা
অ্যাপ-ক্যাব সংস্থাগুলির মধ্যে অস্বাভাবিক ভাড়া কমানোর প্রতিযোগিতার কারণে চালকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সিটু ন্যূনতম ভাড়া নির্ধারণের দাবি জানায়। সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, “সমস্যার কথা বারবার জানানো সত্ত্বেও এর কোনও সমাধান হয়নি।”
আরও পড়ুন: Kolkata Metro Rail: রাতে বাড়ানো হোক মেট্রোর সংখ্যা! কী রায় দিল আদালত?
সিএনজি পাম্পের অভাব
এছাড়া, সিএনজি পাম্পের অভাবের কারণে চালকদের জ্বালানি ভরতে সমস্যা হচ্ছে। এআইটিইউসি-র নেতা নওলকিশোর শ্রীবাস্তব সরকারকে অ্যাপ-ক্যাব নিয়ন্ত্রণের বিধি কঠোরভাবে কার্যকর করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, সরকারি সংগঠন ‘অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’ ভাড়ায় হস্তক্ষেপের দাবী জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে যাত্রী ও চালকদের মধ্যে উত্তেজনা বাড়ছে।
