ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আয়োজক দেশ হয়েও মাত্র পাঁচ দিনেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান দল (Pakistan Cricket Team)। হারের পরে ঘরে-বাইরে কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছে বাবর আজমরা। এবার দল গঠনে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে পাক বোর্ড এমনটাই জানা গিয়েছে।
পাঁচ দিনের মধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান (Pakistan Cricket Team)
আয়োজক দেশ হওয়া সত্ত্বেও মাত্র পাঁচ দিনের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল পাকিস্তান (Pakistan Cricket Team)। এই হতাশাজনক পারফরম্যান্সে শুধু সমর্থকরাই নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-এর মধ্যেও অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন পাকিস্তান ক্রিকেটের জন্য একটি বড় সুযোগ, তবুও PCB আপাতত দল নিয়ে কোনও মন্তব্য করতে চায় না। টুর্নামেন্টের ফাইনাল ৯ মার্চ পর্যন্ত বোর্ড নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তান-ভারত ম্যাচে পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ PCB (Pakistan Cricket Team)
PCB-এর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে বিশেষ করে ভারতের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে বোর্ড খুবই হতাশ। তিনি বলেন, “এখন বোর্ডের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আয়োজন করা, যা পাকিস্তানের আয়োজক হিসেবে সুনাম বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপাতত দলের পারফরম্যান্স নিয়ে কোনও মন্তব্য করা হবে না।”
আরও পড়ুন: Pakistan Match Washed Out: বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ, এক পয়েন্ট পেল দুই দল
PCB-এর ওই কর্মকর্তা আরও জানান যে, দল নির্বাচন বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনই আলোচনা করা হবে না। কারণ, এটি টুর্নামেন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং পাকিস্তান ক্রিকেটের জন্য নেতিবাচক খবর তৈরি করতে পারে। তিনি বলেন, “বোর্ড নেতৃত্ব পুরোপুরি সচেতন যে, দলের খারাপ পারফরম্যান্সের জন্য কোনও অজুহাত বা যুক্তি দেওয়া সম্ভব নয়।”
টুর্নামেন্টের পর পর্যালোচনা ও কঠোর সিদ্ধান্ত
যদিও এখনই কোনও মন্তব্য করা হচ্ছে না, তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পর দলের ব্যর্থতার কারণ বিশদে পর্যালোচনা করা হবে। সূত্রের মতে, “পাকিস্তান ১৫ মার্চ থেকে নিউজিল্যান্ড সফরে যাবে, এবং অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদের চুক্তির মেয়াদ ২৭ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তাই নতুন কোচ নিয়োগ করতেই হবে।”
আরও পড়ুন: Rohit Sharma Skips Net: নেটে নামলেন না রোহিত, নিউজিল্যান্ড ম্যাচের আগে বাড়ছে উদ্বেগ
নতুন কোচ নিয়োগের পরিকল্পনা
PCB কর্মকর্তা আরও জানান, নিউজিল্যান্ড সফরের জন্য অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ করা হতে পারে। তবে এই নিয়োগ দীর্ঘমেয়াদী নাও হতে পারে। তিনি বলেন, “এটি জাতীয় উচ্চ-প্রদর্শন কেন্দ্রের (National High-Performance Center) কাউকে দেওয়া হতে পারে, কারণ PCB এখনও স্থায়ী প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেনি।”
সূত্র অনুযায়ী, আগস্টে শুরু হতে চলা পরবর্তী ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের আগেই PCB নতুন পূর্ণ সময়ের প্রধান কোচের নাম চূড়ান্ত করবে।