ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুপুরবেলা বোনের সঙ্গে স্কুল থেকে বাড়ি(Agra Incident) ফেরার পর জোর করে বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। কিছুদিন আগে পুনেতে বাসে ধর্ষণ করা হয় এক মহিলাকে। আবারও ধর্ষণের ঘটনা সামনে এলো আগ্রাতে। অবশেষে পুলিশ গ্রেফতার করেছে ওই দুই যুবককে।
জোর করে ভিতরে ঢুকে পড়ে (Agra Incident)
দুপুরবেলা বোনের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই কিশোরী। অভিযোগ, সেই সময় তাদের পিছু নেয় মদ্যপ দুই যুবক। ওই কিশোরীর বাড়িতে কিশোরীর বাবা-মা ছিলেন না। তাঁরা দিনমজুর। যখনই দুজন দেখে বাড়িতে বাবা-মা কেউ নেই, সেই সুযোগে জোর করে ভিতরে ঢুকে পড়ে তারা(Agra Incident)। গোটা পরিস্থিতি দেখে মেয়েটির বোন চিৎকার করে আশপাশের সকলকে ডাকে। পুলিশ জানিয়েছে, চিৎকার-চেঁচামেচির আওয়াজে প্রতিবেশিরা ছুটে আসেন। তারপর হাতেনাতে অভিযুক্ত দু’জনকে ধরেন তাঁরা। বেধড়ক মারধর করে স্থানীয় থানায় খবর দেওয়া হয়।
আরও পড়ুন: Delhi Girl Assault: দিল্লিতে টিউশন পড়তে গিয়ে ধর্ষিতা এক ছাত্রী!
‘মেয়েটির চিৎকার শুনতে পাই’ (Agra Incident)
আগ্রার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার আদিত্য জানিয়েছেন, দুই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ওই কিশোরীর এক প্রতিবেশির দাবি, “হঠাৎই পাশের বাড়ির মেয়েটির চিৎকার শুনতে পাই। ছুটে গিয়ে দেখি ছোট মেয়েটি কাঁদছে। বলছে, তাদের ঘরে জোর করে দু’জন ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন বাড়ির সামনে চলে যাই। তার পর ঘর থেকে দু’জনকে টেনে বার করি।” অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে, উপযুক্ত শাস্তি হবে।