ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিতে (Mahua Moitra) এসে বিতর্কে জড়িয়ে পড়লেন দলের সাংসদ মহুয়া মৈত্র ও বিধায়ক অখিল গিরি।
আমন্ত্রণপত্র নিয়েই বিতর্ক! (Mahua Moitra)
মহুয়া মৈত্র সভা শুরুর কিছুক্ষণ আগে নেতাজি ইন্ডোরে পৌঁছান এবং কৃষ্ণনগরের সাংগঠনিক নেতৃত্বের জন্য (Mahua Moitra) আমন্ত্রণপত্র চান। তবে দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, আগের দিনই আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে। এই নিয়ে মহুয়া জয়প্রকাশের সঙ্গে তর্কে জড়ান তিনি এবং পরে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে যান।
মহুয়ার আচরণে অসন্তুষ্ট বক্সী
সূত্র মারফত খবর সুব্রত বক্সী মহুয়ার আচরণে অসন্তুষ্ট হন এবং তার সঙ্গীদের বসার ব্যবস্থা করতে বলেন। পরে খাওয়া-দাওয়ার জায়গায় অব্যবস্থার অভিযোগ তুলে আবারও তর্কে জড়ান মহুয়া।
আরও পড়ুন: Suvendu Adhikari: মমতার বিরুদ্ধে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন শুভেন্দু!
গাড়ি রাখা নিয়ে অখিলের বিতর্ক
অন্যদিকে, বিধায়ক অখিল গিরি বিধানসভা চত্বরে গাড়ি রাখার সময় বিতর্কে জড়ান। তিনি ১৯ জন সঙ্গী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে গেলে ফটকের কর্মীরা বৈধ পরিচয়পত্র না থাকায় আপত্তি তোলেন। এই নিয়ে অখিল কর্মীদের সঙ্গে বচসায় জড়ান।

তৃণমূলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা?
পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, আনুষ্ঠানিক অভিযোগ না থাকলেও বিধানসভায় এমন প্রবেশের চেষ্টা বেআইনি। এই ঘটনায় তৃণমূলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা আবারও প্রকাশ পেয়েছে। দলের নেতা-নেত্রীদের মধ্যে সমন্বয়হীনতা এবং আচরণগত সমস্যা নিয়ে প্রশ্ন উঠেছে।