ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা (Uttarakhand Snowslide) গ্রামে হঠাৎ তুষারধসের ঘটনায় আটকা পড়েছেন অন্তত ৫৭ জন শ্রমিক। ভারত-চিন সীমান্তের কাছাকাছি এই এলাকায় রাস্তা নির্মাণের কাজ করছিলেন তারা।
উদ্ধার ১০ শ্রমিক (Uttarakhand Snowslide)
তুষারধসের পর উদ্ধারকার্যে নামে জাতীয় ও রাজ্য বিপর্যয় (Uttarakhand Snowslide) মোকাবিলা বাহিনী। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) এবং বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-র সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেয়। এখন পর্যন্ত ১০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
শ্রমিকদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা
ঘটনাস্থলে পৌঁছানো বিআরও-র এক ইঞ্জিনিয়ার জানান, তুষারধস বিআরও-র একটি ক্যাম্পের কাছাকাছি ঘটেছে। উদ্ধারকার্যে সাহায্যের জন্য তিন থেকে চারটি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Delhi Health Infrastructure: দিল্লির স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা, CAG রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!
তবে, ভারী তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বাধার সৃষ্টি হচ্ছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারদল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আটকে পড়া শ্রমিকদের বাঁচানোর জন্য।

তুষারপাতেই বিপর্যয়
এই ঘটনায় উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি আবারও স্পষ্ট হয়েছে। মানা গ্রামটি বদ্রীনাথের অদূরে অবস্থিত এবং এই এলাকায় প্রায়ই তুষারধসের ঘটনা ঘটে। উদ্ধারকার্য দ্রুত শেষ করে শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।