ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্ত্রীর বিরুদ্ধে হেনস্তা ও বিবাহবর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে আত্মহত্য়া(Agra) করলেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। ব্যক্তিটির নাম মানব শর্মা। তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে মানবের পরিবারের লোক। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
আত্মহত্যার আগে ভিডিও (Agra)
উত্তরপ্রদেশের আগ্রার(Agra) বাসিন্দা মানব । আত্মহত্যার আগে একটি ভিডিও করেন মানব। তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, তিনি তাঁর স্ত্রী কে নিয়ে ফেড আপ। তিনি আরও বলছেন, “ছেলেদের জন্য এবার ভাবনা চিন্তা শুরু করা হোক।” যদি আইনে ছেলের সুরক্ষার জন্য পদক্ষেপ না নেওয়া হয় তাহলে প্রত্যেকটি পুরুষ নির্যাতনের শিকার হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। মানব ভিডিওটিতে আরও বলেছেন, “আমার মৃত্যুর পর আমার মা-বাবাকে যেন কেউ স্পর্শ না করেন।”

স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরে আত্মঘাতী (Agra)
ভিডিও থেকে জানা যায়, মানব একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন(Agra)। তার হাতের কবজিতে কাটার দাগ দেখিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, ” আমরা মিলিটারি হাসপাতালের থেকে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর খবর পায়। পরে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। মৃতের মোবাইল ফোন থেকে একটি ভিডিও উদ্ধার হয়েছে তা থেকে প্রাথমিকভাবে বোঝা গিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছে।”

আরও পড়ুন: Gwalior: গোয়ালিয়রে শিশুকন্যাকে ধর্ষণ করে এক কিশোর, ২৮ টি সেলাই
কয়েকবার আত্মহত্যার চেষ্টা
মানবের স্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মানব প্রচুর মদ্যপান করতেন। উলটে একাধিকবার তাঁকে হেনস্তা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি বলেন, “মানব প্রচুর মদ্যপান করত। কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। আমি বাঁচিয়েছি। আমাকেও মারধর করত। বাড়ির লোককে একথা জানিয়ে ছিলাম। কেউ কথা শোনেনি।” তিনি দাবি করছেন তিনি নির্দোষ।