ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ এক জঙ্গি হামলার হল ইজরায়েলে(Israel)। ইজরায়েলে আচমকাই একটি গাড়ি বাস স্টপের কাছে দ্রুতগতিতে এগোতে থাকে। সেই গারিটি একের পর এক পথচারীকে পিষে দিতে থাকে। পুলিশের গুলিতে আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলাকে সম্ভাব্য জঙ্গি হামলা বলেই দাবি করছেন তদন্তকারীরা।
পথচারীকে পিষে দেয় (Israel)
স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে আচমকাই পারডেস হান্না-কার্কুরের কাছে ৬৫ নম্বর জাতীয় সড়কের উপরে হাজির হয় গাড়িটি। সকলকে হতভম্ব করে একে একে আটজন পথচারীকে পিষেও দেয়(Israel)। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে তিনজন মহিলা, পাঁচজন পুরুষ। তাঁদের বয়স ২০ থেকে ৭০ বছরের মধ্যে। এখনও পর্যন্ত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: Israel Army Probe: অক্টোবর ৭ হামলা প্রতিরোধে “সম্পূর্ণ ব্যর্থতা” স্বীকার করল ইসরায়েলি সেনা
পুলিশের গুলিতে মৃত্যু
ইজরায়েলের সংবাদমাধ্যমের দাবি, আততায়ীর বয়স ২৪ বছর। সে একজন ইজরায়েলি আরব, যে হায়দা জেলা থেকে এখানে এসেছিল। ইজরায়েলের বেসরকারি ব্রডকাস্টিং কর্পোরেশন KAV-এর দাবি, আক্রমণকারীর বয়স ৫০। সে একজন প্যালেস্তিনীয়। দাবি করা হয়েছে যে, হামলাকারী এরপর দুই পুলিশ আধিকারিকের উপরে চড়াও হয়ে তাদের ছুরি মারে। এর মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। মারা যাওয়ার আগে সে দুই পুলিশকর্মীকে ছুরির কোপ মারে বলে জানা গিয়েছে।