ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৩-২৪ সালে, ডিজিটাল পেমেন্টের ল্যান্ডস্কেপ উল্লেখযোগ্য প্রসার দেখা গিয়েছে (UPI Transactions)। অর্থ মন্ত্রকের এক বিবৃতিতে এই খবর জানা গিয়েছে।
ডিজিটাল লেনদেনের বড় সাফল্য (UPI Transactions)
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ২৭ ফেব্রুয়ারি ঘোষণা করেছে যে, জানুয়ারি মাসে UPI লেনদেনের সংখ্যা ১৬.৯৯ বিলিয়ন ছাড়িয়েছে, এবং মোট লেনদেনের মূল্য ২৩.৪৮ লাখ কোটি টাকা অতিক্রম করেছে (UPI Transactions)। ২০২৩-২৪ অর্থবছরে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্র ব্যাপকভাবে প্রসার লাভ করেছে, অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে।
ভারতের ডিজিটাল অর্থনীতিতে UPI-এর গুরুত্ব (UPI Transactions)
ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা UPI-এর উপর নির্ভরশীল (UPI Transactions)। বর্তমানে, দেশের মোট খুচরো লেনদেনের ৮০ শতাংশই UPI-এর মাধ্যমে হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে UPI লেনদেনের মোট সংখ্যা ১৩১ বিলিয়ন ছাড়িয়েছে এবং মোট লেনদেনের মূল্য ২০০ লাখ কোটি টাকা অতিক্রম করেছে। সহজ ব্যবহার, বিভিন্ন ব্যাংক ও ফিনটেক প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হওয়ার সুবিধার জন্য দেশের লক্ষ লক্ষ মানুষ এখন রিয়েল-টাইম পেমেন্টের জন্য UPI-কে বেছে নিচ্ছেন।
আরও পড়ুন: EPFO Interest Rate: কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে বাড়ল না সুদের হার
২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত UPI-এর বিস্তার
২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত, ৮০টিরও বেশি UPI অ্যাপ এবং ৬৪১টি ব্যাংক UPI ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের (জানুয়ারি ২০২৫ পর্যন্ত) UPI লেনদেনের ৬২.৩৫ শতাংশ ছিল People to Merchant (P2M) লেনদেন, এবং ৩৭.৬৫ শতাংশ ছিল People to People (P2P) লেনদেন।
আরও পড়ুন: Ramzan 2025: রমজান ২০২৫! কবে শুরু রোজা? জেনে নিন তারিখ
জানুয়ারির লেনদেন
জানুয়ারি ২০২৫-এ P2M লেনদেনের পরিমাণ ৬২.৩৫ শতাংশ ছাড়িয়েছে, যার মধ্যে ৮৬ শতাংশ লেনদেনের মূল্য ৫০০ টাকার কম। অর্থ মন্ত্রক জানিয়েছে, এই তথ্য প্রমাণ করে যে UPI ছোট মূল্য লেনদেনের জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।