ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রণবীর কাপুরের (Ranbir Kapoor) নামে সমালোচনা যে একেবারেই আলিয়া (Alia Bhatt) সহ্য করতে পারেন না, তার প্রমাণ এর আগেও পাওয়া গিয়েছে। তবে এবার একটু অন্যরকম ভাবেই জবাব দিলেন তিনি। বালিপাড়ায় (Bollywood) নানান সময় জল্পনা ওঠে, নারী দেখলেই নাকি দুর্বল হয়ে যান রণবীর ! এমনকি তাঁর বিগত প্রেমের সম্পর্ক গুলো নিয়ে কম চর্চা হয় না। কিন্তু আলিয়াকে বিয়ে করে রনবীরের সুখের সংসার। কিন্তু সমালোচনা অভিনেতার পিছু ছাড়েনি। আর সেই সমালোচকদেরই এবার যেন এক হাত নিলেন আলিয়া। কিন্তু কোন কায়দায় নিলেন জানেন?
আলিয়াকে নিজের মতো থাকতে দেন না রণবীর! (Ranbir Kapoor)
রণবীর কাপুর (Ranbir Kapoor) ভালো অভিনেতা, এই বিষয়টা বহু সমালোচক থেকে শুরু করে নিন্দুকরা যেন মানতেই পারে না। বলিউডে সেই আত্মপ্রকাশের দিন থেকেই মহিলা অনুরাগীদের মনে রীতিমত ঝড় তুলেছেন তিনি। আজও বলিউডে নিজের সেই জায়গাটা ধরে রেখেছেন। একটা সময় একের পর এক ছবি ফ্লপ হলেও, বর্তমানে বক্স অফিস কাঁপাচ্ছে তাঁর অভিনীত সিনেমা। তবে নেটপাড়ায় তাঁকে নিয়ে ফিসফাস কম হয় না।
বহু সমালোচক মনে করেন, রণবীর নাকি একটু বেশি পুরুষতান্ত্রিক। আলিয়াকে নিজের মতো থাকতেই দেন না। আবার অনেকে মনে করেন, সব সময় মেয়ের সঙ্গেই থাকতে ভালোবাসেন। আলিয়ার দিকে খেয়াল রাখেন না। এছাড়াও রণবীরের প্রাক্তন প্রেমিকার লম্বা তালিকা নিয়ে কম জলঘোলা হয় না। সেই তালিকায় রয়েছেন দীপিকা, ক্যাটরিনা থেকে শুরু করে তাবড় তাবড় বলি সুন্দরীরা। তবে এই সমস্ত অভিযোগকে আলিয়া যে একেবারেই পাত্তা দেন না, তা তিনি বুঝিয়ে দিলেন।
স্ত্রী এবং মেয়ের নামে ব্র্যান্ড (Ranbir Kapoor)
কিছুদিন আগেই রণবীর (Ranbir Kapoor) নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘আর্কস’ এর প্রথম শোরুম চালু করলেন। নিজের সংস্থার নাম বলে কথা। সেখানে নামের প্রথম দুই অক্ষরে রেখেছেন স্ত্রী আলিয়া এবং কন্যা রাহার নামে। বিষয়টি নেটিজেনদের চোখ এড়ায়নি।
আরও পড়ুন: Amitabh Bachchan: সত্যি কি বলিউড ছাড়ছেন অমিতাভ? নিজের মুখেই বললেন সে কথা
অনুরাগীর মন্তব্য
একজন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে লিখেছেন, ” খুব ভালো লাগে, যখন দেখি হিংসুটে মানুষেরা রণবীরের সম্বন্ধে বলেন যে তিনি বাজে ব্যক্তি। অথচ সেই মানুষটাই নিজের সংস্থার নাম রাখলেন স্ত্রী এবং মেয়ের নামে। যদি মানুষের স্বভাব বাজে হয় এবং উদাহরণটা এমন হয়, আমি তো বলব বহু তথাকথিত ভালো মানুষের থেকে এরকম বাজে মানুষ হওয়া অনেক ভালো”।
আরও পড়ুন: Kiara Advani got Pregnant: বলিপাড়ায় খুশির খবর, সিদ্ধার্থ-কিয়ারার জীবনে আসছে খুদে সদস্য!
বিতর্ক থেকে দূরে থাকেন আলিয়া
অত বড় একটা পোস্টে লাইক দিয়েছেন খোদ আলিয়া ভাট। অর্থাৎ আলিয়ার চোখেও ওই মন্তব্য এড়িয়ে যায়নি। শুধু তাই নয়, তিনি মন্তব্যটি পড়েছেন এবং তিনি যে কথাগুলি পছন্দ করেছেন, তা লাইকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। যদিও আলিয়া রণবীর সম্পর্কিত বিতর্ক থেকে একটু দূরেই থাকেন। খুব একটা তাঁকে মন্তব্য করতে দেখা যায় না। তবে এবার তিনি বুঝিয়ে দিলেন, রণবীরের বিরুদ্ধে সমালোচনা বা নিন্দনীয় কথা তিনি একেবারেই পছন্দ করেন না।