ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী সোমবার, ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের উচ্চ (HS Exam 2025) মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষার সিডিউল অনুযায়ী, পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত।
পুরোনো সিলেবাসের শেষ পরীক্ষা (HS Exam 2025)
তবে এবারের পরীক্ষা একটি বিশেষ পরিস্থিতির মধ্যে (HS Exam 2025) অনুষ্ঠিত হচ্ছে, কারণ এটি পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা হবে। ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ, পরবর্তী বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসছে।
কত জন শিক্ষার্থী দেবে পরীক্ষা? (HS Exam 2025)
এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫ লক্ষ ৯ হাজার জন শিক্ষার্থী (HS Exam 2025) অংশগ্রহণ করবে। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার। তবে, এক গুরুত্বপূর্ণ তথ্য হল যে, এবারে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের থেকে ৪৫ হাজার ৫৭১ জন বেশি। এটি একটি উল্লেখযোগ্য পরিসংখ্যান, যা নারী শিক্ষার প্রতি উত্সাহ এবং আগ্রহের প্রতিফলন।
আরও পড়ুন: Digital Arrest Scam Case: ডিজিটাল গ্রেফতারি চক্রে গ্রেফতার যোগেশ, চলছে তদন্ত
নিরাপত্তার পদক্ষেপ
প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। মোট ২০৮৯টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে ৭৯৮টি কেন্দ্র ব্যবহার করা হবে। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রে বিশেষ নজরদারি রাখা হবে, যেগুলোকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সব কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর
নকল রোধে এবারে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর রাখা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা কোনও অবৈধ বস্তু সঙ্গে নিয়ে আসতে না পারে। পরীক্ষাকেন্দ্রের মূল গেট এবং সুপারভাইজারের ঘরে সিসিটিভির মাধ্যমে সবার গতিবিধি মনিটর করা হবে। এমনকি, প্রশ্নপত্র খোলার সময়ও নির্দিষ্ট করা হয়েছে। পরীক্ষার আগে ৫ মিনিটে প্রশ্নপত্র খোলা হবে এবং ঠিক সকাল ১০টায় তা পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে।

মোবাইল ফোন ‘না’
পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র খোলার সময়ের পর কোনো পরীক্ষার্থীকে মোবাইল ফোন বা অন্য কোনো বৈদ্যুতিন যন্ত্র সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো পরীক্ষার্থীর কাছ থেকে বৈদ্যুতিন যন্ত্র পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে, এমনটা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
থাকছে কোন কোন বিষয়?
এছাড়া, এবারের পরীক্ষায় ৬২টি বিষয়ের প্রশ্নপত্র তৈরি হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৬০টি। নতুন দুটি বিষয়, এআরটিআই (RTI) এবং ডেটা সায়েন্স, এবছর থেকে পরীক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি এবং তথ্য নিয়ে দক্ষতা অর্জনে সহায়ক হবে।