ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডের (Tollywood) বিখ্যাত পরিচালক অয়ন সেনগুপ্ত (Ayan Sengupta)। একটা সময় বাংলার দর্শককে উপহার দিয়েছেন একের পর হিট ধারাবাহিক (Sourav-Ayan)। কিন্তু সেই পরিচালককে (Director) দেখা গিয়েছে ফুটপাতে। সংসার চালাতে বিক্রি করছেন তেলেভাজা। টলিউড তাঁর থেকে মুখ ফিরিয়েছিল। এবার সেই পরিচালকের সঙ্গেই ফ্রেম ভাগ করে নিতে দেখা গেল সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly)। পরিচালক অয়ন আবারও ফিরলেন টলিউডে। তবে পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবে। কিন্তু সেটা কীভাবে?
পুলিশ আধিকারিকের ভূমিকায় সৌরভ গাঙ্গুলি (Sourav-Ayan)
সম্প্রতি বারইপুরের বিনোদিনী স্টুডিওয়ে দেখা গিয়েছিল এক অন্যরকম চিত্র (Sourav-Ayan)। বারোটা নাগাদ স্টুডিওতে ঢোকার কথা থাকলেও, ঘড়ির কাঁটার সাড়ে এগারোটার ঘরে পৌঁছতেই, স্টুডিও চত্বরে প্রবেশ করেন সৌরভ গাঙ্গুলি। আগেই শোনা গিয়েছিল, তিনি নাকি বিজ্ঞাপনী ছবিতে অভিনয় করছেন। যখন মেকআপ ভ্যান থেকে নামলেন, তখন তাঁর পরনে খাকি উর্দি। চোখে রোদ চশমা। মাথায় পুলিশি টুপি দিতেই, যেন মনে হচ্ছিল এক্কেবারে এক পুলিশ আধিকারিক।
বিজ্ঞাপনী ছবিতে চমক (Sourav-Ayan)
আসলে চমক রয়েছে অন্য জায়গায় (Sourav-Ayan)। নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ‘খাকি ২’ জুড়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে। এখনও মুক্তি পায়নি। কিন্তু মুক্তির আগে এই সিরিজ নিয়ে যথেষ্ট হইচই চলছে। অপরাধ জগত এবং পুলিশি ব্যবস্থার গল্প নিয়ে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ মুক্তি পেতে চলেছে আগামী ২০ মার্চ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তার ট্রেলার। আর এই সিরিজের প্রচার ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন সৌরভ গাঙ্গুলি। বিজ্ঞাপনী ছবিটি দেখানো হবে আগামী ১৫ই মার্চ।
আরও পড়ুন: Salman-Atlee: অ্যাটলির ছবিতে নায়ক বদল, ভেস্তে গেল সলমনের পরিকল্পনা!
অভিনেতা হিসেবে এগিয়ে সৌরভ!
এই বিজ্ঞাপনী ছবিতেই পরিচালক হিসেবে অভিনয় করেছেন অয়ন সেনগুপ্ত। যিনি ‘কে আপন কে পর’, ‘ কি করে বলবো তোমায়’, ‘ এই পথ যদি না শেষ হয়’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পরিচালনা করেছিলেন। এবার তাঁকেই দেখা গেলেও সৌরভ গাঙ্গুলির পরিচালকের ভূমিকা। আসলে স্ক্রিপ্ট অনুযায়ী, ‘খাকি ২’ সিরিজে পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয়ের জন্য পরীক্ষা দিতে আসবেন সৌরভ। তখনই পরীক্ষা নেবেন অয়ন। পরিচালক অয়নের কথায়, গড়পড়তা অভিনেতাদের থেকে সৌরভ গাঙ্গুলি অনেকটাই এগিয়ে। এক একটা দৃশ্যে বেশ ভালই অভিনয় করছিলেন।
আরও পড়ুন: Abhishek Bachchan: মেয়ের স্বপ্ন পূরণে অভিষেকের কঠিন লড়াই! পাশে দাঁড়ালেন অমিতাভ
পরিচালকের ভূমিকায় অভিনয়
শুধুমাত্র এই বিজ্ঞাপনী ছবিতেই নয়, অয়নকে অভিনয় করতে দেখা যাবে শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’তেও। এখানেও তিনি অভিনয় করবেন পরিচালকের ভূমিকায়। তবে তিনি তাঁর অসময়ের সঙ্গী দোকানের কাজ ছাড়ছেন না। সময় বের করে দোকানের কাজও করবেন।