ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে (Run Chases In Champions Trophy), নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ছয় উইকেট হারিয়ে মোট ৩৬২ রান সংগ্রহ করে।
লাহোরে নিউজিল্যান্ডের বিশাল স্কোর, কঠিন চ্যালেঞ্জের সামনে দক্ষিণ আফ্রিকা (Run Chases In Champions Trophy)
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Run Chases In Champions Trophy)। বুধবার (৫ মার্চ) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। এরপর রচিন রবীন্দ্র (১০৮) ও কেন উইলিয়ামসনের (১০২) দুর্দান্ত শতকে কিউইরা ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬২ রান তোলে।
দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৩৬৩ রান তাড়া করতে হবে। যদি তারা এই বিশাল লক্ষ্য পেরোতে পারে, তাহলে ফাইনালে তারা ভারতের মুখোমুখি হবে। প্রথম সেমিফাইনালে ভারত মঙ্গলবার (৪ মার্চ) দুবাইতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করার রেকর্ড (Run Chases In Champions Trophy)
গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিশাল রান তাড়া করার অভিযানে নেমেছে (Run Chases In Champions Trophy)। তার আগে দেখে নেওয়া যাক, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার পাঁচটি নজির।
১. অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর (২২ ফেব্রুয়ারি, ২০২৪) – ৩৫২/৫
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া মাত্র ৪৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তাড়া করে ইংল্যান্ডকে হারায়। উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস অপরাজিত ১২০ রান করে অসাধারণ ইনিংস খেলেন।
২. শ্রীলঙ্কা বনাম ভারত, দ্য ওভাল (৮ জুন, ২০১৭) – ৩২২/৩
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ-র ম্যাচে ভারত ৩২১ রান করেও শ্রীলঙ্কাকে হারাতে পারেনি। দনুশকা গুনাথিলাকা (৭৬), কুশল মেন্ডিস (৮৯) ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের (৫২*) ইনিংসে শ্রীলঙ্কা ৪৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২২ রান তুলে জয় পায়।
৩. ইংল্যান্ড বনাম বাংলাদেশ, দ্য ওভাল (১ জুন, ২০১৭) – ৩০৮/২
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির আরেকটি ম্যাচে ইংল্যান্ড ৩০৬ রানের লক্ষ্য তাড়া করে ৩০৮ রান করে মাত্র ২ উইকেট হারিয়ে। জো রুট অপরাজিত ১৩৩ রান করেন, অ্যালেক্স হেলস করেন ৯৫, আর অধিনায়ক ইয়ন মর্গান ৬১ বলে ৭৫ রান করেন।
৪. শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, দ্য ওভাল (১৩ জুন, ২০১৩) – ২৯৭/৩
২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ইংল্যান্ড প্রথমে ২৯৩/৭ রান করে। পরে শ্রীলঙ্কা মাত্র ৪৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলে ৭ উইকেটে জয় পায়। কুমার সাঙ্গাকারা দুর্দান্ত ১৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।
৫. দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, ঢাকা (২৫ অক্টোবর, ১৯৯৮) – ২৮২/৪
১৯৯৮ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা ২৮২ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেট হারিয়ে ৪৬.৪ ওভারে জয় পায়। ড্যারিল কালিনান ৬৯ রান, অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে ৫৬ বলে ৬৭ রান করেন। জন্টি রোডস ৬৩ বলে অপরাজিত ৬১ রান করেন।
আরও পড়ুন: Hardik and Jasmin: হার্দিক পান্ডিয়া ও জ্যাসমিন ওয়ালিয়ার প্রেম নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়!
দক্ষিণ আফ্রিকার সামনে ইতিহাস গড়ার সুযোগ
আজ পর্যন্ত আইসিসির কোনও ইভেন্টে ৩৫২ রানের বেশি লক্ষ্য তাড়া করে কোনও দল জয় পায়নি। তাই দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে যেতে হলে নতুন ইতিহাস গড়তে হবে।