ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) ওপরে হালমার চেষ্টা করল খালিস্তানিদের। বৃহস্পতিবার লন্ডনে চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জয়শঙ্কর। সেই অনুষ্ঠান শেষে তিনি যখন ফিরছিলেন, তখন গাড়ি থেকে নামার সময় তাঁর ওপর হামলার চেষ্টা করা হয়। পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে দেয় এক হামলাকারী। সেই ভিডিও ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।
ভারতের পতাকা ছিঁড়ে ফেলে (S Jaishankar)
মঙ্গলবার ব্রিটেনে পৌঁছেছেন জয়শংকর (S Jaishankar)। সেদেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক করার পর বুধবার রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনায় যোগ দিতে গিয়েছিলেন বিদেশমন্ত্রী জয়শংকর। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে একদল খলিস্তানি বিক্ষোভ দেখাচ্ছিলেন। খলিস্তানি পতাকা উড়িয়ে স্লোগানও দিচ্ছিলেন তাঁরা। এরপর আলোচনা সেরে বেরোনোর সময়ই এক খলিস্তানি আক্রমণাত্মকভাবে জয়শংকরের কনভয়ের দিকে ছুটে আসে। এরপর সেখানে দাঁড়িয়েই পুলিশের সামনে ভারতের পতাকা ছিঁড়ে ফেলা হয়।
বিদেশ সফরের উদ্দেশ্য (S Jaishankar)
জয়শঙ্করের (S Jaishankar) বিদেশ সফরের উদ্দেশ্য হল ভারত-যুক্তরাজ্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে শক্তিশালী করা, যেখানে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। ব্রিটেনের পর, তিনি ৬ থেকে ৭ মার্চ আয়ারল্যান্ড সফর করবেন, যেখানে তিনি বিদেশমন্ত্রী সাইমন হ্যারিসের সঙ্গে দেখা করবেন এবং ভারতীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করবেন। কিন্তু সেখানে গিয়েই ঘটে গেল এমন বিপত্তি।

আরও পড়ুন: EAM Jaishankar: লন্ডনে জয়শঙ্করের বৈঠক, ইউক্রেন পরিস্থিতির সঙ্গে আর কী আলোচনা?
খলিস্তানিদের হিটলিস্টে যারা
২০২৩ সালের মার্চ মাসে লন্ডনের ভারতীয় দূতাবাসে কার্যত তাণ্ডব চালায় খলিস্তানিরা। দপ্তরের সামনে জাতীয় পতাকা টাঙানো ছিল, সেটি খুলে ফেলে দিয়ে হলুদ খলিস্তানি পতাকা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না দূতাবাসের সামনে, সেই নিয়ে ব্রিটিশ প্রশাসনের তীব্র সমালোচনা করে ভারত। মধ্যরাতেই তলব করা হয় ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারকে। জানা যায় খলিস্তানিদের হিটলিস্টে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, তালিকায় রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও।
আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান
খালিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করেছেন। কয়েকবছর ধরে কানাডা এবং ব্রিটেনে এই খলিস্তানিদের তাণ্ডব আরও বেড়েছে। এর আগে লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা করা হয়েছিল। কানাডাতেও ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে খলিস্তানিদের। ঘটনার প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আমরা বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। বিচ্ছিন্নতাবাদী শক্তির এমন কাজ নিন্দনীয়।’’