ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ আড়াই বছর ধরে দর্শকের ভালোবাসা ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। ধারাবাহিকের কাহিনিতে এসেছে নতুন গল্প। পাশাপাশি গল্প এগিয়েছে অনেক গুলো বছর (Rupsha Chakraborty)। কিন্তু কোন সিক্রেটে ‘জগদ্ধাত্রী’র এই সফলতা? ধারাবাহিকের অন্যতম চরিত্র কৌশিকী মুখার্জি (Koushiki Mukherjee)। এই ইমেজটাকে নিয়ে কী ভাবেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)? ট্রাইব টিভির সঙ্গে অনেক কথাই শেয়ার করলেন তিনি।
নতুন ভাবে শুরু ‘জগদ্ধাত্রী’ (Rupsha Chakraborty)
গল্প এগিয়ে গেছে প্রায় কুড়ি বছর (Rupsha Chakraborty)। যে জগদ্ধাত্রী কিংবা জ্যস সান্যাল কৌশিকী মুখার্জিকে তুই তোকারি সম্বোধন করার কথা ভাবতেও পারত না, সেখানে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা কৌশিকীকে তুই তোকারি করছে। কারণ সে তো সম্পর্কের অর্থই বোঝে না। বর্তমানে এই ধারাবাহিকের গল্প দেখলে মনে হবে, যেন নতুন ভাবে ‘জগদ্ধাত্রী’ শুরু হয়েছে। ট্রাইব টিভিকে এমনটাই বললেন, অভিনেত্রী রূপসা চক্রবর্তী।
অদ্ভুত অনুভূতি (Rupsha Chakraborty)
অভিনেত্রীর কথায়, “এখন সেটে বেশি বয়সের লুকে সবাইকে দেখতে ভালো লাগছে। আমরা বিষয়টাকে খুব এনজয় করছি”। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে নতুন বছরটাই শুরু হয়েছে নতুন লুকসেট দিয়ে (Rupsha Chakraborty)। এক্ষেত্রে অভিনেত্রী রূপসা বলেন, “আমাদের সবার প্রায় একই বক্তব্য। মনে হচ্ছে যেন নতুন একটা সিরিয়াল শুরু হল। এটা সত্যিই একটা অদ্ভুত অনুভূতি। কারণ গল্পটা পুরো পরিবর্তন হয়েছে। আগের গল্পে যার যে প্যাটার্ন ছিল, সেটা আর নেই। আমরাও মানসিক ভাবে এগিয়ে গিয়েছি”।
আরও পড়ুন: Phulki upcoming episode: স্বামী-স্ত্রী থেকে ভাই-বোন, ট্রোল হতেই কী বললেন ‘ফুলকি’?

সেরা ধারাবাহিকের তকমা
সম্প্রতি এই ধারাবাহিক আবার সেরা ধারাবাহিকের তকমা ছিনিয়ে নিয়েছে। পেয়েছে অ্যাওয়ার্ড। অভিনেত্রীর কথায়, ” জগদ্ধাত্রী প্রায় আড়াই বছর হতে চলল। সেই জায়গায় দাঁড়িয়ে জগদ্ধাত্রী এখন শ্রেষ্ঠ সিরিয়াল হিসেবে আনন্দলোক অ্যাওয়ার্ডে পুরস্কৃত হল। এটা বিশাল বড় একটা পাওনা। কারণ আড়াই বছর একটা জায়গা ধরে রাখা খুব কঠিন। বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে। সেখানে দাঁড়িয়ে কত সিরিয়াল আসছে, যাচ্ছে। প্রত্যেক সিরিয়ালই ভাল। কিন্তু জগদ্ধাত্রীর ভালো থাকাটা পুরোটাই দর্শকদের উপর নির্ভর করে। দর্শক ভালোবাসা দিয়েছে । এটা ভগবানের আশীর্বাদ। মা জগদ্ধাত্রীও মাথার উপর রয়েছে। সেই জন্য এখনও পর্যন্ত ভালো করতে পারছি।”
আরও পড়ুন: Sourav-Ayan: খাবারের দোকান ছেড়ে অভিনয়ে পরিচালক অয়ন, পরীক্ষা নিলেন সৌরভ গাঙ্গুলির!
রূপসাকে ভয় পায় দর্শক
দর্শকরা নাকি কৌশিকীকে দেখে ভয় পায়? কিন্তু কেন? রীতিমত হেসেই রূপসা বলেন “দর্শকরা আমাকে একটু ভয় পায়। প্রথম থেকেই যেন দর্শক কৌশিকী মুখার্জিকে একটু ভয় পেয়ে চলছে।” তাঁর কথায়, “দর্শকরা হয়ত কৌশিকীর ইমেজটাকে সত্যি ভাবে। দর্শক মনে করে, বাস্তবেও রূপসা ঠিক এমন। তবে বুঝতে পারি যে, আমি কৌশিকী চরিত্রটিকে পর্দায় ভালো ভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। দর্শকরা পছন্দ করে। এর থেকে আর বড় পাওনা কি হতে পারে।”