ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় সরকার এবার রেশন কার্ডের (Ration Card) সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের পরিকল্পনা নিয়েছে। এর আগে, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা হয়েছিল। এবার নতুন পদক্ষেপ হিসেবে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যুক্ত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। এর জন্য রেশন বণ্টন সংক্রান্ত ২০১৫ সালের নির্দেশিকায় সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে।
কী জানা গেছে? (Ration Card)
সরকারি সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্যসচিবের সঙ্গে রাজ্যের খাদ্যসচিবদের বৈঠকে এই (Ration Card) বিষয়টি উঠে আসে। বৈঠকে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জানায়, নতুন রেশন কার্ড বিতরণের সময় পরিবারের প্রধানের ই-কেওয়াইসি (ইলেকট্রনিক কনফার্মেশন অফ অ্যাকাউন্ট) ফর্ম পূরণ করার পর, রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও সংগ্রহ করবে।
নিশ্চিত নয় প্রক্রিয়া? (Ration Card)
এটি কেন করা হচ্ছে, সে বিষয়ে প্রশ্ন (Ration Card) উঠেছে। বিশেষজ্ঞদের ধারণা, কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক হয়তো ভবিষ্যতে রেশন বিতরণের ধরণ পরিবর্তন করতে পারে। অর্থাৎ, চাল ও গম সরাসরি দেওয়ার বদলে, সেগুলির মূল্য নগদ ভর্তুকি হিসেবে দেওয়ার পথে হাঁটতে পারে কেন্দ্র। এর ফলে, পরিবারগুলো নিজের প্রয়োজন অনুযায়ী খাদ্যপণ্য কিনতে পারবে। তবে এই পরিকল্পনার সঠিক উদ্দেশ্য এবং এর বাস্তবায়ন কেমন হবে, তা নিয়ে এখনও নিশ্চিত কিছু বলা হয়নি।
আরও পড়ুন: Gold Smuggle: রিস্ট বেল্ট থেকে শুরু করে বিশেষ পোশাক, কীভাবে সোনা পাচার করতেন এই অভিনেত্রী?
জাতীয় খাদ্য সুরক্ষা আইন
জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বর্তমানে প্রতি মাসে প্রায় ৮১.৩৫ কোটি মানুষকে মাথাপিছু পাঁচ কেজি চাল বা গম দেওয়া হয়। এই নতুন প্রস্তাবের মাধ্যমে, সরকারের উদ্দেশ্য হল রেশন বিতরণ ব্যবস্থা আরও আধুনিকীকরণ করা এবং ভবিষ্যতে যেকোনো সমস্যার সমাধান সহজতর করা।

কতটা কার্যকরী হবে?
কেন্দ্রীয় সরকার যদি এই প্রস্তাবটি বাস্তবায়ন করে, তবে রেশন বণ্টন ব্যবস্থার উপর একটি বড় পরিবর্তন আসবে, যা দেশে খাদ্য নিরাপত্তা ও ভর্তুকি নীতির ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে এর ফলস্বরূপ, যাদের রেশন সঠিকভাবে পৌঁছানোর সমস্যা ছিল, তাদের জন্য নতুন ব্যবস্থা কতটা কার্যকরী হবে, তা নিয়ে আরও বিশ্লেষণ প্রয়োজন।