ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের (Bollywood) অন্দরের ফিসফাস বলছে, প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) বলিউডকে পাকাপাকি ভাবে বিদায় জানাতে চলেছেন। তাই মুম্বাইয়ে ( Mumbai ) থাকা একের পর এক ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন। ভারতে নিজের নামে প্রিয়াঙ্কা নাকি কোনও সম্পত্তি রাখতে চাইছেন না! তাই এহেন প্ল্যান। সত্যি কি তবে প্রিয়াঙ্কা বলিউড ছাড়ছেন? আর কোনও দিনই কি প্রিয়াঙ্কাকে বলিউডে দেখা যাবে না?
প্রিয়াঙ্কাকে কেন্দ্র করে বাড়ছে জল্পনা (Priyanka Chopra)
একটা সময় বলিউড মাতিয়ে রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তারপর প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করে প্রায় পাকাপাকি ভাবে বসবাস করতে থাকেন আমেরিকায়। তবে সম্প্রতি তাঁকে ভারতে দেখা গিয়েছে। কখনও ভাইয়ের বিয়ে উপলক্ষে, কখনও বা মন্দিরে পুজো দেওয়ার সময়। এমনকি এও শোনা গিয়েছিল, প্রিয়াঙ্কা চোপড়াকে খুব শীঘ্রই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দেখা যাবে। কিন্তু সে জল্পনা কোথায় কি! আবারও নতুন করে দানা বাঁধল নতুন প্রশ্ন।
একাধিক ফ্ল্যাট বিক্রি (Priyanka Chopra)
আসলে মুম্বাইতে প্রিয়াঙ্কার (Priyanka Chopra) একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। শোনা যাচ্ছে, তার মধ্যে চারটি ফ্ল্যাট তিনি বিক্রি করে দিয়েছেন। গত ৩ মার্চ প্রিয়াঙ্কা তাঁর ফ্ল্যাটগুলি বিক্রি করেছেন। যার মূল্য প্রায় ১৬ কোটি ৭০ লক্ষ টাকা। অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে প্রিয়াঙ্কা ওই ফ্ল্যাটগুলি কিনেছিলেন। সাথে ছিল দুটি গাড়ি পার্কিংয়ের জায়গা। গত বছর অর্থাৎ ২০২৪ সালে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ পুনেতেও একটি বাংলো লিজ নেন। যার মাসিক ভাড়া ছিল প্রায় দুই লক্ষ টাকা। যদিও এই প্রথম নয় মুম্বাইয়ে এর আগেও প্রিয়াঙ্কা তাঁর ফ্ল্যাট বিক্রি করেছিলেন। ২০২৩ সালে প্রায় ছয় কোটি টাকায় বিক্রি করে দিয়েছিলেন লোখন্ডওয়ালায় একটি আবাসনের দুটি পেন্টহাউস। তার দুই বছর আগে অর্থাৎ ২০২১ সালেও একই ভাবে ভারসোভার দুটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: Alia Bhatt: আলিয়াকে মন থেকে ভালোবেসে ছিলেন এলভিস! কীভাবে তাঁর স্বপ্ন ভাঙলেন রণবীর?
হিন্দি সিনেমা থেকে দূরে
স্বাভাবিক ভাবেই, বলিউডের অন্দরের গুঞ্জন বলছে একের পর এক মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি করার কারণটা কী? তবে কি প্রিয়াঙ্কা পাকাপাকি ভাবে বলিউডের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চাইছেন? তাছাড়া প্রিয়াঙ্কাকে বহুদিন হিন্দি ছবিতে দেখা যায়নি।
আরও পড়ুন: Pori Moni: বসন্তে ভালোবাসায় মাখামাখি পরীমণি, প্রেমিককে চিনিয়ে দিল হাতঘড়ি!
গোষ্ঠী রাজনীতির শিকার
২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন তিনি। সেখানেই এখন মেয়েকে নিয়ে সুখের সংসার। তাছাড়া একটা সময় প্রিয়াঙ্কা নিজেই বলিউডের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। দাবি ছিল, তিনি গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছেন। তাই তাঁকে বলিউড থেকে সরতে হয়েছে।