ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা ভোটে জিতেই মমতাকে অনুকরণ বিজেপির (BJP)। দিল্লিতে ক্ষমতায় এসেই বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে রেখা গুপ্তর সরকার (Delhi CM) ঘোষণা করল ‘মহিলা সমৃদ্ধি যোজনা’য় মহিলাদের মাসে ২৫০০ টাকা অনুদান দেওয়ার। আন্তর্জাতিক নারী দিবসে ভোট-প্রতিশ্রুতি রক্ষা করল বিজেপি।
দিল্লির বিধানসভা (Delhi CM) নির্বাচনে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’য় মহিলাদের মাসে ২৫০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ‘সঙ্কলপত্রে’ বিজেপি জানিয়েছিল, ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা অনুদান দেওয়া হবে। অরবিন্দ কেজরীওয়ালের আপ-ও মাসে ২১০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ভোটের ফলে দেখা যায়, দিল্লিবাসী বিজেপির ‘সঙ্কল্পে’ই বেশি আস্থা রেখেছে।
আরও পড়ুন: Telangana Tunnel: ১৫ দিন পার, তেলঙ্গানার সুড়ঙ্গে মিলেছে ১ মৃতদেহ, নিখোঁজ ৭!
এদিন মন্ত্রিসভার বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) রেখা গুপ্তকে বলতে শোনা গিয়েছে, “আজ নারী দিবস। আমাদের মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে মহিলাদের ২৫০০ টাকা তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা এবার শুরু হবে। এই ব্যয় নির্বাহ করতে জেটে ৫১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।” দ্রুতই নাম নথিভুক্ত করা শুরু হবে বলেও জানিয়েছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Jagdeep Dhankhar:হাসপাতালে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কী হয়েছে উপরাষ্ট্রপতির?
প্রসঙ্গত, মহিলাদের মাসিক অনুদান দেওয়ার ক্ষেত্রে কার্যত পথ দেখিয়েছিল বাংলার তৃণমূল সরকার। ২০২১ সালে বিধানসভার নির্বাচনী প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বারবার তাঁকে আক্রমণ করেছে বিজেপি। কিন্তু বাংলার লক্ষ্মীর ভান্ডারের পথ অনুসরণ করেই পরবর্তী সময়ে একাধিক বিজেপি এবং অ-বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের প্রকল্প শুরু হয়েছে। এবার সেই পথে হাঁটল দিল্লিও (Delhi CM)।