ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিরিয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে (Syria Conflict) উঠছে। পশ্চিম এশিয়ার এই দেশটির উপকূলবর্তী অঞ্চলে প্রতিশোধের আগুন জ্বলছে, যার জেরে বলি হয়ে গেছে এক হাজারেরও বেশি মানুষ।
রাজধানী দখলের জেরেই সংঘাত (Syria Conflict)
বর্তমান সংঘাতটি মূলত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা (Syria Conflict) বাহিনীর সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগামীদের মধ্যে চলছে। গত ডিসেম্বর মাসে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) রাজধানী দামাস্কাস দখল করার পর থেকেই এই সহিংসতা বৃদ্ধি পায়।
হামলার অভিযোগ (Syria Conflict)
এখন মূল লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে আলওয়াইট সম্প্রদায়, যাদের বাস সিরিয়ার উপকূলীয় এলাকা (Syria Conflict) লাটাকিয়া এবং টারটসে। সম্প্রতি, এই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পরিচয়পত্রের ভিত্তিতে বেছে বেছে আলওয়াইটদের হত্যা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এসব অঞ্চলে দেহ স্তূপাকার হয়ে পড়ে রয়েছে এবং স্থানীয়দের দেহ নেওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Syria War: আসাদ বাহিনীর পাল্টা আঘাতে সিরিয়ায় হাজারের বেশি নিহত, পরিচয় পত্র দেখেই চলছে গুলি!
পাল্টা ব্যবস্থা?
কিন্তু কেন বেছে বেছে আলওয়াইটদের লক্ষ্য করা হচ্ছে? সিরিয়ার মোট জনসংখ্যার মাত্র ১২ শতাংশ এই সম্প্রদায়ের। যদিও তারা আসাদের শাসনের সময় উল্লেখযোগ্য ক্ষমতা অর্জন করে, আসাদ নিজেও একজন আলওয়াইট। কিন্তু সুন্নি জনগণের প্রতি পক্ষপাতিত্বের কারণে দীর্ঘকাল ধরে অসন্তোষ তৈরি হয়েছে। কিন্তু আসাদের প্রভাবের কারণে সুন্নিরা পাল্টা ব্যবস্থা নিতে পারেনি।
সীমান্ত পেরিয়ে রাশিয়ায়
আসাদ সরকারের পতনের পর, হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ক্ষমতায় আসে, যা ইসলামিক রীতি অনুসরণ করে। এরপর সরকারি বাহিনীর সঙ্গে অন্য গোঁড়া গোষ্ঠীগুলির যোগদান ঘটে এবং তারা আলওয়াইটদের ওপর আক্রমণ শুরু করে। আসাদ বর্তমানে রাশিয়ায় আশ্রিত, এবং অনেক আলওয়াইটও সীমান্ত পেরিয়ে রাশিয়ায় চলে গেছেন।

ফ্রান্সের উদ্বেগ
এদিকে, এই সংঘাতের পরিপ্রেক্ষিতে ফ্রান্স উদ্বেগ প্রকাশ করেছে এবং গণহত্যার উপযুক্ত তদন্তের জন্য সিরিয়ার অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করেছে। গত বৃহস্পতিবার জাবলেহ্ শহরে নিরাপত্তা বাহিনী একটি অভিযুক্তকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু আসাদ-অনুগামীরা বাধা দেয়। এর ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে।
অন্তর্বর্তী সরকারের দাবি
ব্রিটেনে অবস্থিত সিরিয়ার পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত ৭৪৫ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ১২৫ জন সরকারি ও নিরাপত্তা আধিকারিক এবং ১৪৮ জন আসাদের অনুগামী রয়েছে। অন্তর্বর্তী সরকার দাবি করছে, দেশের বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু সংবেদনশীল এলাকাগুলিতে পৌঁছানোর রাস্তা বন্ধ রাখা হয়েছে।