ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Yunus Slams Hasina) ‘সুদখোর, জঙ্গিনেতা’ বলে আক্রমণ করেছেন। হাসিনার এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে ইউনূস তাঁর সরকারকে ‘দস্যুদের পরিবার’ হিসেবে চিহ্নিত করেছেন।
হাসিনাকে কটাক্ষ (Yunus Slams Hasina)
সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এ দেওয়া সাক্ষাৎকারে (Yunus Slams Hasina) ইউনূস বলেন, “হাসিনার আমলে দেশে কোনও সরকার ছিল না, ছিল শুধু একটি দস্যুদের পরিবার।”
গাজার সঙ্গে বাংলাদেশের তুলনা! (Yunus Slams Hasina)
ইউনূস জানান, আগস্টে দেশের প্রতিবাদী ছাত্ররা যখন তাঁকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলেন, তখন তিনি বিস্মিত হয়েছিলেন। সেই সময় সরকার গ্রহণের পর বাংলাদেশের পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলের মতো ছিল বলে দাবি (Yunus Slams Hasina) করেন তিনি। ইউনূস বলেন, “যখন আমি দায়িত্ব নিই, তখন দেশটা ছিল একেবারে ধ্বংস হয়ে যাওয়া। বাড়িঘর ভেঙে পড়েনি, কিন্তু সব প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে পড়েছিল।”
সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুললেও ইউনূস হাসিনার আমলের তুলনায় পরিস্থিতির অবনতি হয়নি বলে জানান। তিনি বলেন, তাঁর সরকারের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ভাল এবং সেনাবাহিনী থেকে কোনও চাপ সৃষ্টি করা হয়নি।
ট্রাম্পের বিষয়ে কথা
এদিকে, ইউনূসের দাবি, ডোনাল্ড ট্রাম্পের আমলে তাঁর সরকারের সঙ্কট বাড়বে বলে অনেকের ধারণা ছিল। কারণ ইউনূস ডেমোক্র্যাট শিবিরের ঘনিষ্ঠ বলে পরিচিত। ইউনূস ট্রাম্পকে বিনিয়োগের সুযোগ হিসেবে দেখতে আবেদন জানান এবং বলেন, “ট্রাম্প একজন সমঝোতাকারী। আমি তাঁকে বলছি, আসুন আমাদের সঙ্গে ব্যবসা করুন। যদি তিনি তা না করেন, তাহলে বাংলাদেশের জন্য কিছু ‘সামান্য যন্ত্রণা’ আসবে।”

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া
ইউনূস আরও জানান, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি বিশ্বাস করেন যে, দেশে সঠিক নেতৃত্ব ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি সামলানো সম্ভব। হাসিনার বিরুদ্ধে তাঁর অভিযোগ এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা দেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে বলে মনে করছেন অনেকে।