ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরছে কিরণ মজুমদারের (Kiran Mazumder) একটি ভিডিও (Kiran-Sayanta)। যেখানে প্রাক্তন প্রেমিক সায়ন্তর (Sayanta Modak) বিরুদ্ধে তিনি একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ এনেছেন। আর সেখানেই মন্তব্য করলেন সায়ন্তর আর এক প্রাক্তন প্রেমিকা, দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। বললেন, “পাপ বাপকেও ছাড়ে না”। একজোট হয়ে কী বললেন দুই নায়িকা?
প্রাক্তন প্রেমিকাদের অভিযোগ (Kiran-Sayanta)
প্রাক্তন প্রেমিকাদের একাধিক অভিযোগে অভিযুক্ত অভিনেতা সায়ন্ত মোদক (Kiran-Sayanta)। প্রথমে দেবচন্দ্রিমা সিংহ রায়, তারপর প্রিয়াঙ্কা মিত্র, তারপর কিরণ মজুমদার। তিনজনই সায়ন্তর প্রাক্তন প্রেমিকা। তিনজনের সঙ্গেই সম্পর্কের থাকাকালীন সায়ন্তর কোনও লুকোছাপা ছিল না। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা গিয়েছে সায়ন্তকে। দেবচন্দ্রিমার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রীকে কিন্তু খুব একটা সম্পর্ক ভাঙার কারণ নিয়ে বলতে শোনা যায়নি। তবে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, “আমরা সম্পর্কে জড়াই নিজেদের ভালো রাখার জন্য, যদি সেখানেই ভালো না থাকি, তাহলে তো একসাথে থাকার কোনও মানে নেই। সে রকম পরিস্থিতি তৈরি হতেই আমি নিজেকে সরিয়ে এনেছি”। প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গে যখন বিচ্ছেদ হয়, তখন অভিনেত্রী বলেছিলেন “অসুস্থ সম্পর্ক”।
সায়ন্তর বক্তব্য (Kiran-Sayanta)
২০২৪ সালের জুন মাস নাগাদ কিরণের সঙ্গে সায়ন্তর প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যেত (Kiran-Sayanta)। তখনই জানা যায় যে, দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কার পর কিরণের প্রেমে পড়েছেন সায়ন্ত। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ কাদা ছোঁড়াছুঁড়ি চলছে। সায়ন্ত মোদক আর কিরণ মজুমদার দু’জনই একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। সেই লড়াই চলছে ইউটিউবে। সায়ন্তর মুখে শোনা গিয়েছে, তৃতীয় ব্যক্তির কথা। অপরদিকে কিরণের মুখে উঠে এসেছে অসম্মান, মানসিক অত্যাচার সহ হঠাৎ করে যোগাযোগ বন্ধের মতো একাধিক বিষয়।

ইউটিউব চ্যানেলে সায়ন্তকে বলতেও শোনা গিয়েছিল, তাদের মধ্যে সমস্যা শুরু হয়েছে দুর্গা পুজো থেকে। সেটা কেউ বুঝতে পারেনি। “যদিও মাঝে একজন তৃতীয় ব্যক্তিকে নিয়ে তোমরা অনেকেই সাবধান করেছিলে আমাকে, আমি চুপ ছিলাম । অনেকেই ভাবে তিনটে সম্পর্ক ভেঙেছে, নিশ্চয়ই ছেলেটার কোন দোষ আছে।” অপরদিকে এই ভিডিওর পাল্টা জবাব আসে কিরণের তরফ থেকেও। রীতিমত বিধ্বস্ত চেহারা, চোখ মুখ বসে গিয়েছে অভিনেত্রীর। অভিযোগ, সায়ন্ত একাধিক বার বন্ধুদের সামনে তাঁকে অসম্মান করেছে।

আরও পড়ুন: Subhashree Ganguly: শুভশ্রীর মুখে খাদানের নাম, কাদের ঝুলিতে থাকবে এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ?

পাশে দাঁড়ালেন দেবচন্দ্রিমা
এই মুহূর্তে সায়ন্ত মোদক আর কিরণ মজুমদারের বিচ্ছেদের খবরে জোর চর্চা চলছে ইউটিউবে। কিরণকে বোন ডেকে তাঁর পাশে দাঁড়ালেন দেবচন্দ্রিমা। শুধু তাই নয়, জানতে চাইলেন “ও কি তোমার উপর হাত তুলেছে? যদি জবাবে ‘হ্যাঁ’ বলো না তাহলে এইবার ওকে আমি শেষ করে দেব। চিন্তা করো না বোন, তোমার বড়দিদি এখন কলকাতাতেই আছে।”
আরও পড়ুন: Lopamudra Mitra: “অরিজিৎ সিংকে নিয়ে নিজের মার্কেটিং করতে চাই না”, কেন লোপামুদ্রা মিত্র

“পাপ বাপকেও ছাড়ে না”
কিরণের ভিডিওতে দেবচন্দ্রিমা মন্তব্য করেন, ‘আমি তোমাকে ব্যক্তিগতভাবে চিনি না, তোমার পুরো ভিডিওটা দেখলাম। আর আমি কিরণ মজুমদারকে দেখতেই পেলাম না বরং ২০২১ এর দেবচন্দ্রিমাকে দেখতে পেলাম। আমি দুঃখিত, এই ভিডিওটা আমারও তখন করা উচিত ছিল। কথায় বলে না পাপ বাপকেও ছাড়ে না তবে এখানে বাপকে না মাকে যেন না ছাড়ে।’