ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ২৯ মার্চ থেকে ১০০ বছর পর মীন রাশিতে গঠিত হতে চলেছে বিরল সপ্তগ্রহী যোগ (Saptagrahi Yog)। শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই বিরল শুভ যোগ গঠিত হবে। ২৯ মার্চ থেকে মীন রাশিতে থাকবে শুক্র, বুধ, সূর্য, মঙ্গল, চাঁদ, শনি ও নেপচুন। এই সাত গ্রহের মিলনের ফলে গঠিত হবে সপ্তগ্রহী যোগ। জ্যোতিষ গণনা অনুসারে এই যোগের ফলে ভাগ্য বদলাবে তিন রাশির। জেনে নিন এই ভাগ্যবান রাশি কারা।
কন্যা রাশি (Saptagrahi Yog)
সপ্তগ্রহী যোগের (Saptagrahi Yog) প্রভাবে পজিটিভ পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির জাতকদের জীবনে। দাম্পত্য জীবনে সুখ থাকবে এবং পার্টনারের সঙ্গে সম্পর্ক আরও পোক্ত হবে। কেরিয়ারেও এই সময় বড় উন্নতি করতে পারবেন। অফিসে সম্মান ও প্রতিপত্তি বাড়বে কন্যা রাশির জাতকদের। শারীরিক ও মানসিক অবসাদ কাটিয়ে সব কাজে নতুন এনার্জি পাবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।

মিথুন রাশি (Saptagrahi Yog)
সপ্তগ্রহী যোগের (Saptagrahi Yog) প্রভাবে ২৯ মার্চ থেকে ভালো দিন আসতে চলেছে মিথুন রাশির জাতকদের জীবনে। মিথুন রাশির কর্মের ঘরে এই যোগ গঠিত হবে। এর ফলে আপনি নিজের পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। ব্যবসায় নজরকাড়া উন্নতির যোগ আছে। নতুন চাকরি পেতে পারেন। কেরিয়ারের গ্রাফ এই সময় ঊর্ধমুখী হবে। আর্থিক পরিস্থিতিতেও উন্নতির জোয়ার আসবে। এই সময় বড় কোনও সাফল্য অর্জন করতে পারবেন মিথুন রাশির জাতকরা।

আরও পড়ুন: Weekly Horoscope: নতুন সপ্তাহে মীন রাশিতে গোচর করবে শুক্র, ভাগ্য খুলবে কাদের
কর্কট রাশি
১০০ বছর পর যে সপ্তগ্রহী যোগ গঠিত হতে চলেছে, তা দারুণ লাভজনক হবে কর্কট রাশির জাতকদের জন্য। কর্কট রাশির ভাগ্যের স্থানে এই যোগ গঠিত হবে। এর ফলে আপনি সব কাজেই ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। আর্থিক ভাবেও বড় উন্নতি করার যোগ আছে। অফিসে আপনার কাজ প্রশংসা পাবে এবং প্রোমোশন পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। মনের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে।
