ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক: নারীরাও পুরুষদের থেকে কোনও অংশে কম (Fact Check) নয়। সেই বার্তা দিতেই ভারত সরকারের রেল মন্ত্রকের উদ্যোগে দেশে সম্পূর্ণ মহিলা কর্মী পরিচালিত একাধিক স্টেশন আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই মহিলা কর্মী পরিচালিত এমনই একটি রেল স্টেশন সংক্রান্ত পোস্ট বেশ ভাইরাল হয়েছে।
যেখানে দাবি করা হচ্ছে, ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা কর্মী পরিচালিত স্টেশান (Fact Check) হিসাবে আত্মপ্রকাশের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে শিলিগুড়ি টাউন রেল স্টেশন। উদাহরণস্বরূপ, একটি ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্টকার্ড শেয়ার করে লেখা হয়েছে, “শিলিগুড়ি টাউন স্টেশন দেশের প্রথম পূর্ণাঙ্গ মহিলা পরিচালিত ঐতিহ্যবাহী রেলস্টেশন।”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, শিলিগুড়ি টাউন রেল স্টেশন ভারতের নয় (Fact Check) বরং পশ্চিমবঙ্গ তথা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রথম মহিলা পরিচালিত স্টেশন।
কীভাবে জানা গেল সত্য? (Fact Check)
ভাইরাল দাবির সত্যতা জানতে অর্থাৎ শিলিগুড়ি টাউন রেল স্টেশনটি দেশের প্রথম সম্পূর্ণ মহিলা কর্মী পরিচালিত স্টেশন কিনা সেই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে ২০১৮ সালের ২ জুলাই আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালের জুন মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে শিলিগুড়ি টাউন স্টেশনকে মহিলা পরিচালিত স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণার সময় স্টেশনে কর্মরত মোট ২৩ জন কর্মীর মধ্যে ১৫ জন মহিলা কর্মী ছিলেন।
অন্যদিকে ২০২২ সালের ৮ মার্চ প্রকাশিত নিউজ ১৮ বাংলায় (Fact Check) প্রকাশিত একটি প্রতিবেদনে, শিলিগুড়ি টাউন স্টেশনটি পশ্চিমবঙ্গ তথা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রথম মহিলা পরিচালিত স্টেশন হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে এমন কোনও বিশ্বাসযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি যা থেকে প্রমাণ হয় এই স্টেশনটি ভারতের প্রথম মহিলা পরিচালিত স্টেশন। অন্যদিকে আমরা আমাদের সার্চে জানতে পারি, চলতি বছরের ৮ মার্চ নারী দিবসে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মহিলা পরিচালিত স্টেশন হিসাবে আত্মপ্রকাশ করেছে কোচবিহার স্টেশন।
আরও পড়ুন: Fact Check: রোহিতদের সব ম্যাচ দুবাইতে, ক্ষোভে ফেটে পড়ে ভারতকে ট্রফি দিয়ে দিতে বললেন স্মিথ?

এরপর আমাদের পরবর্তী অনুসন্ধানে ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা কর্মী পরিচালিত রেল স্টেশন সংক্রান্ত তথ্য খোঁজার চেষ্টা করি। তখন আমরা ২০১৮ সালের ৮ মার্চ ভারত সরকারের তথ্য প্রদান সংক্রান্ত সংস্থা পিআইবি-র অফিশিয়াল ওয়েবসাইটে রেল মন্ত্রকের একটি প্রেস বিজ্ঞপ্তি দেখতে পাই। সেখানে উল্লেখ করা হয়েছে, “রাজস্থানের জয়পুরের গান্ধী নগর রেল স্টেশন হল দেশের প্রথম এবং প্রধান সম্পূর্ণ মহিলা কর্মী পরিচালিত স্টেশন। অন্যদিকে শহরতলিতে অবস্থিত ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশন হল মুম্বাইয়ের মাতুঙ্গা রেল স্টেশন। আর এই বিশেষ কৃতিত্বের জন্য মাতুঙ্গা রেল স্টেশন ২০১৮ সালের লিমকা বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে।”

এরপর আমরা আমাদের পরবর্তী অনুসন্ধানে ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাই। সেখানেও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে পরিচালিত শিলিগুড়ি টাউন স্টেশনকে নয় বরং জয়পুরের গান্ধী নগর রেল স্টেশনকে দেশের প্রথম এবং প্রধান সম্পূর্ণ মহিলা কর্মী পরিচালিত স্টেশন হিসাবে উল্লেখ করা হয়েছে।
এর থেকে প্রমাণ হয় যে শিলিগুড়ি টাউন স্টেশন ভারতের নয় বরং পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পরিচালিত স্টেশন।
এই খবরটি শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রথমে ইন্ডিয়া টুডে দ্বারা প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে ট্রাইব টিভি বাংলার দ্বারা প্রকাশিত হয়েছে। এই খবরটির সারসংক্ষেপ বাদে বাকি খবর ট্রাইব টিভি বাংলার কর্মীরা সম্পাদনা করেনি।