ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার সকালে পাকিস্তানের (Balochistan Train Hijack) কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। মরুভূমির মাঝে পনির স্টেশনের কাছে পাহাড় কেটে তৈরি ১৭টি টানেলের মধ্যে দিয়ে গেছে রেললাইন। ৮ নম্বর টানেলের কাছে জাফর এক্সপ্রেসের উপর হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় রেললাইন। যার জেরে থেমে যায় ট্রেন । এরপরই গুলি চালিয়ে ট্রেনের দখল নেয় BLA। ৯ বগি বিশিষ্ট ট্রেনটি হাইজ্যাক করা হয়েছে।
ট্রেনটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন (Balochistan Train Hijack)
ট্রেনটির নাম ‘জাফফার এক্সপ্রেস’। গতকাল বেলুচিস্তানের (Balochistan Train Hijack) রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশওয়ার শহরে যাওয়ার পথে ট্রেনটিতে হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। সেটি এখন একটি সুড়ঙ্গের ভেতরে আটকে আছে। ট্রেনের চালক গুরুতর আহত হয়েছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, ট্রেনে তীব্র গুলিবর্ষণ হওয়ার খবর পাওয়ার পর কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে অবস্থিত সিবি শহরের একটি প্রধান হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সুইসাইড বম্বার ট্রেন ওড়ানোর হুমকি (Balochistan Train Hijack)
পাক সেনার দাবি, ট্রেনের ভিতরে যাত্রীদের মধ্যে মিশে রয়েছে সুইসাইড বম্বার, ট্রেন ওড়ানোর হুমকি দিচ্ছে তারা, যাত্রীদের ঢাল করা হচ্ছে (Balochistan Train Hijack)। ১০৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত ৫৭ জন। এখনও ট্রেনে দেড়শোর কাছাকাছি মানুষ পণবন্দি হয়ে রয়েছেন। বালুচ লিবারেশন আর্মি, BLA-র দাবি, গুলিতে নিহত হয়েছে ৩০ জন পাক সেনা। ১৬ জন জঙ্গিও নিহত বলে পাল্টা দাবি করেছে পাক সেনাবাহিনী।
আরও পড়ুন: WhatsApp Group: হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিয়েছিলেন অ্যাডমিন, রাগে খুন যুবককে
গুলির লড়াইয়ে দু’পক্ষ
অপারেশনে অংশ নিয়েছিল তাদের তিনটি বিশেষ ইউনিট—মজিদ ব্রিগেড, এসটিওএস ও ফতেহ স্কোয়াড। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পেহরো কুনরি ও গাদালারের মধ্যে এই হামলা হয়। এলাকাটি জনবিরল হওয়ায় পাক রেলের আধিকারিকরা প্রথমে এই ঘটনার কথা জানতেই পারেননি। খবর পাওয়ার পর সড়ক ও আকাশপথে ঘটনাস্থলে রওনা দেয় সেনা ও অন্য নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি সামলাতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে বালুচিস্তানের স্থানীয় প্রশাসন। আকাশপথে কপ্টার থেকে বোমাবর্ষণ হয় বিদ্রোহীদের লক্ষ্য করে। গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে দু’পক্ষ। একটি ভিডিওয় ট্রেনটির একটি কামরায় আগুন জ্বলতে দেখা গিয়েছে।
বালুচিস্তান সবচেয়ে সম্পদশালী
পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালুচিস্তান প্রাকৃতিকভাবে সবচেয়ে সম্পদশালী। কিন্তু ধীরে ধীরে তা বেহাত হয়ে যাচ্ছে বালোচ নাগরিকদের। বিএলএর দাবি, বেলুচিস্তানের গ্যাস ও খনিজ সম্পদ অন্যায্যভাবে ভোগদখল করছে সরকার। চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডোর–সিপিইসি তৈরির পরে গত কয়েক বছরে সেই লুট আরও বেড়েছে। বিএলএ’র মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর অভিযোগ করেছে ওই রাস্তা ব্যবহার করেই ইসলামাবাদ এবং বেইজিংয়ের শাসকেরা বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট করছে।