ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লিড্সের বিজ্ঞানীরা পোলিয়োর (Polio Vaccine) নতুন একটি টিকার গবেষণা করছেন, যা আগের তুলনায় আরও কার্যকর হবে বলে দাবি করা হচ্ছে। যদিও এই টিকা এখনও বাজারে আসেনি এবং বর্তমানে গবেষণার স্তরে রয়েছে, তবে সফল পরীক্ষার পর এটি অনুমোদনের জন্য পাঠানো হবে।
পোলিও-র টীকা নিয়ে গবেষণা (Polio Vaccine)
বিজ্ঞানীরা, বিশেষ করে মলিকিউলার ভাইরোলজি (Polio Vaccine) বিভাগের গবেষক ডেভিড রাওল্যান্ডস ও নিকোলা স্টোনহাউস, পোলিয়ো টিকার গবেষণা নিয়ে কাজ করছেন। তাঁদের গবেষণার ফলাফল সম্প্রতি ‘নেচার কমিউনিকেশন’ জার্নালে প্রকাশিত হয়েছে। আগে পোলিয়োর জন্য যে টিকা তৈরি হত, তা নিষ্ক্রিয় পোলিয়ো ভাইরাস ব্যবহার করে তৈরি করা হতো, যা ‘ইনঅ্যাক্টিভেটেড পোলিয়ো ভ্যাকসিন’ (আইপিভি) হিসেবে পরিচিত। শিশুরা যখন এই টিকা নেয়, তখন সংক্রামক পোলিয়ো ভাইরাসকে আগে নিষ্ক্রিয় করে তার পরে দেহাংশ নিয়ে টিকা প্রস্তুত করা হত।
আগের টিকার চেয়ে আরও কার্যকর (Polio Vaccine)
তবে নতুন গবেষণা পদ্ধতিতে পরিবর্তন (Polio Vaccine) আনা হয়েছে। বিজ্ঞানীরা এখন নানা উদ্ভিজ্জ ও কীটপতঙ্গের কোষ থেকে প্রতিষেধক তৈরির চেষ্টা করছেন। তাদের দাবি, এই নতুন প্রতিষেধক আগের টিকার চেয়ে আরও কার্যকর হবে এবং পোলিও দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: Viral Fever: তিন দিনের বেশি জ্বর, ডায়রিয়া? কোভিডের লক্ষণ নাকি?
পোলিও কর্মসূচিতে পরিবর্তন
জন্মের পরেই শিশুকে পোলিয়ো টিকা দেওয়ার নিয়ম রয়েছে। এরপর দেড়, আড়াই এবং সাড়ে তিন মাস বয়সে টিকার পরবর্তী ডোজ দেওয়া হয়। দেড় ও সাড়ে তিন মাসে ইঞ্জেকটেব্ল পোলিয়ো টিকা দেওয়া হয়। তবে দেশে পোলিয়ো কর্মসূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন তিন মাসের পরে আবার ন’মাসে পোলিয়োর তৃতীয় ডোজ দেওয়ার কথা বলা হচ্ছে। ভবিষ্যতে ওরাল টিকা পুরোপুরি বন্ধ করে ইঞ্জেকশনের মাধ্যমে পুরো টিকাপর্ব সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

নতুন টিকার ডোজ
গবেষকরা জানিয়েছেন, নতুন টিকার ডোজ ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হবে। যদি এই টিকা অনুমোদন পায়, তবে সেটি বাজারে তুলনামূলকভাবে কম দামে বিক্রির চেষ্টা করা হবে।