ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার (Tollywood) সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) রঙিন মানুষ। শুধু আজকে বলে নয়, সেই ছোটবেলা থেকেই তিনি হোলিতে (Holi) রং খেলতে ভীষণ ভালোবাসেন। ছোটবেলায় হোলির সঙ্গে জুড়ে রয়েছে প্রচুর মজার স্মৃতি। কীভাবে রং খেলা উদযাপন করতেন? কেমন ছিল তাঁর জীবনের সেই রঙিন দিনগুলো? সম্প্রতি উইন্ডোজ প্রযোজনা সংস্থা আয়োজিত দোল উৎসবে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রাবন্তীকে। তাঁকে দেখা যাবে ‘আমার বস’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে। আর সেই ছবির গান মুক্তির পরেই রঙিন মেজাজে দেখা গেল অভিনেত্রীকে।
বসন্তে আবিরের গন্ধ (Srabanti Chatterjee)
শ্রাবন্তীর (Srabanti Chatterjee) কথায়, ” বসন্ত কাল আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই মনোরম হাওয়া এবং কোকিলের ডাক খুব প্রিয়। বসন্তকালের পরিবেশ থেকে অদ্ভুত একটা সুন্দর গন্ধ পাই আমি। বসন্তকালে একটা আবির আবির গন্ধ থাকে। “
হোলির স্মৃতি (Srabanti Chatterjee)
রঙের উৎসবকে শ্রাবন্তীর (Srabanti Chatterjee) কেন্দ্র করে প্রচুর স্মৃতি রয়েছে। অভিনেত্রীর কথায়, যেহেতু তিনি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছেন। সবাই মিলে হইহুল্লোড় করে হোলি খেলতেন। এখানে একটা মজার গল্প আছে। তাঁদের সাত বোনকে পাহারা দিতেন এক দাদা। সেই দাদার আর হোলি খেলা হত না। বোনদের পাহারা দিতে দিতেই সময় চলে যেত। পিচকারি দিয়ে শুরু করে, বেলুনের মধ্যে রং, আবির সব মিলিয়ে সেলিব্রেশন হত। আর সবথেকে মজার হল বুড়ি পোড়া। হোলির আগের দিন সবাই মিলে বুড়ি পোড়াতেন। অভিনেত্রীদের বাগান বাড়ি ছিল। সেই বাগান বাড়ির মধ্যেই চলত এসব কর্মকাণ্ড।
আরও পড়ুন: Imran Khan Come back: ১০ বছর পর বলিউডে ইমরানের কামব্যাক! বিপরীতে থাকছেন কোন নায়িকা?
রং খেলতে ভীষণ ভালোবাসেন (Srabanti Chatterjee)
শ্রাবন্তীর প্রিয় রং কী? এ প্রশ্নে অভিনেত্রীর বক্তব্য, “আমি সমস্ত রং পছন্দ করি।” এমনকি অভিনেত্রী রং খেলতে এতটাই ভালবাসেন যে, ছোটবেলায় সবাইকে ধরে ধরে বলতেন যাতে তাঁকে বেশি করে রং মাখায়। অভিনেত্রীর দিদি কিংবা বন্ধুরা রং দেখে দূরে পালাত। কিন্তু তিনি নিজেকে রং মাখানোর জন্য চুপ করে দাঁড়িয়ে থাকতেন। কারণ রং খেলতে ভীষণ ভালোবাসতেন। তবে শ্রাবন্তীর ছেলে ঝিনুক খুবই শান্ত স্বভাবের। সে আবির দিয়েই রং খেলতে ভালোবাসে। শ্রাবন্তীর এখন আফসোস, নানান কাজ আর শুটিংয়ের জন্য সেভাবে রং খেলতে পারেন না। ছোটবেলার সেই দিনগুলোকে ভীষণ মিস করেন। তাই রং খেলার সুযোগ পেলে, সেই সুযোগ হাতছাড়া করেন না।
আরও পড়ুন: Three Khan: আমিরের বাড়িতে শাহরুখ-সলমনের আড্ডা, তিন খানের মধ্যে কী কথা হল?
প্রাণখোলা প্রকৃতির মানুষ
অভিনেত্রী আগাগোড়াই প্রাণখোলা প্রকৃতির মানুষ। এবারেও তাঁকে দেখা গেল সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আবির খেলতে। হোলির আগেই রঙের উৎসবে মাতলেন তিনি। এখন অভিনেত্রী নানান কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। আগামীতে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘আমার বস’ (Aamar Boss) ছবি। পাশাপাশি চলতি বছরেই মুক্তি পাবে তাঁর অভিনীত ‘দেবী চৌধুরানী’ (Devi Chowdhurani)। যেখানে নাম ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee) ।