ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেয়েকে ক্যামেরার সামনে আনলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। মেয়ের সঙ্গে দোল উদযাপন করলেন টলিউডের (Tollywood) এই জনপ্রিয় জুটি (Kanchan-Sreemoyee)। দোলের দিন কাঞ্চন শ্রীময়ীর বাড়িতে আয়োজিত হয়েছিল রাধা কৃষ্ণের পুজো। সেই পুজোয় শুধুমাত্র তারকা দম্পতি সামিল হলেন না, সঙ্গে ছিল ছোট্ট মেয়ে কৃষভিও।
ঈশ্বরে বিশ্বাসী (Kanchan-Sreemoyee)
কাঞ্চন শ্রীময়ী ঈশ্বরে বিশ্বাসী (Kanchan-Sreemoyee)। মাঝেমধ্যেই এই জুটিকে নানান মন্দিরে দেখা যায়। বাড়িতেও রয়েছে আধ্যাত্মিক পরিবেশ। কিছুদিন আগেই এই জুটি মহাকুম্ভ থেকে অমৃত স্নান করে ফিরেছেন। শুধু তাই নয়, বিয়ের প্রথম জন্মদিনেও তাঁদেরকে দেখা গিয়েছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে। দোলেও বাড়িতে রাধাকৃষ্ণের পুজোয় আয়োজন করা হয়।
ছবি শেয়ার (Kanchan-Sreemoyee)
শুক্রবার দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীময়ী প্রায় একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সাথে রয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যায় বাড়িতে রাধা কৃষ্ণের পুজো হচ্ছে। অপর দিকে কখনও মায়ের কোলে, কখনও বা বাবার কোলে ঘুরে বেড়াচ্ছে আদুরে কৃষভি। কাঞ্চন শ্রীময়ীর বাড়িতে দোল উৎসব শুরু হয় রাধা কৃষ্ণকে সাক্ষী রেখে। শ্রীময়ীর গালে রঙিন আবির মাখিয়ে দেন কাঞ্চন। ফাগুনের রঙে দাম্পত্য যে বেশ রঙিন, তা তাঁদের হাসিমুখে স্পষ্ট। তবে এই ছবিগুলির মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে কৃষভির ছবি। সেই সমস্ত দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
আরও পড়ুন: Madhumita Sarcar: প্রেমিকের সাথে সাদা রঙে মাখামাখি মধুমিতা! দেখে অবাক নেটপাড়া
কাঞ্চন-শ্রীময়ীর বিশেষ দোল
গত বছর অর্থাৎ ২০২৪ সালে হোলির দিনে শ্রীময়ী জানিয়েছিলেন, তাঁর জীবনের সেরা সুখবর। ওই দিনই তিনি জানতে পারেন, মা হতে চলেছেন। আর এবারে দোলটা আরও বিশেষ। মেয়েকে নিয়েই দোল কাটিয়েছেন কাঞ্চন শ্রীময়ী। এছাড়াও দোলের দিন একে অপরের প্রেমে আবিরে রাঙা হয়েছেন তাঁরা। দু’জনের পরনে ছিল সাদা পোশাক । কাঞ্চনের পরনে ছিল সাদা পাঞ্জাবি । অপর দিকে শ্রীময়ীর পরনে ছিল সাদা টি শার্ট এবং চোস্তা প্যান্ট। কাঞ্চন শ্রীময়ীর আদুরে কন্যা কৃষভির পরনে ছিল সবুজ নীল রঙের মিশেলে রঙিন ফ্রক।
আরও পড়ুন: Alia Birthday Celebration: রণবীরের বাহুডোরে আলিয়া, স্ত্রীর জন্মদিনে দিলেন বড় উপহার
হতাশ অনুরাগীরা
দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীময়ী প্রচুর ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেও সেখানে কিন্তু কাঞ্চন কন্যার মুখ দেখা যায়নি। ছবিতে মেয়ের মুখ ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন। খুদের মুখ দেখতে না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছেন অনুরাগীরা। এই দিন আদরের নাতনির সঙ্গে দেখা গিয়েছে বিধায়ক-অভিনেতার শাশুড়ি মা অর্থাৎ শ্রীময়ীর মাকে। এছাড়াও দোল পূর্ণিমা উপলক্ষে বাড়িতে উপস্থিত ছিলেন বহু আত্মীয়-স্বজন। তাদের সঙ্গে কাঞ্চন-শ্রীময়ীকে আবির খেলতে দেখা গিয়েছে।