ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের তারকা বিরাট কোহলি ১৫ মার্চ, শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সঙ্গে যোগ দিয়েছেন (Kohli Joins RCB)। আরসিবি যখন তাদের প্রথম আইপিএল শিরোপা জয়ের লক্ষ্যে নামছে, তখন আবারও কোহলিই মূল চালিকাশক্তি হবেন বলে মনে করা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্রাম শেষে ফিরলেন কোহলি (Kohli Joins RCB)
বিরাট কোহলি শনিবার, ১৫ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলে যোগ দিয়েছেন (Kohli Joins RCB)। সম্প্রতি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কোহলি এবার তার ১৮তম আইপিএল মরসুম খেলতে প্রস্তুত। ভারতীয় দলের অন্য তারকা ক্রিকেটারদের মতো কোহলিও কিছুটা দেরিতে দলে যোগ দিয়েছেন, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে আরসিবি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইঙ্গিত দিচ্ছিল যে, দলের তারকা সদস্য খুব শীঘ্রই যোগ দেবেন।
কোহলির আগমনে উচ্ছ্বসিত সমর্থকরা (Kohli Joins RCB)
আরসিবির সাম্প্রতিক পোস্টে কোহলির ট্যাটুর ছবি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, যা দেখেই সমর্থকরা বুঝতে পারেন যে তাদের প্রিয় তারকা দলের সঙ্গে যুক্ত হয়েছেন (Kohli Joins RCB)। কোহলি এবারও আরসিবিকে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জেতানোর লক্ষ্যে মাঠে নামবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি
ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ ম্যাচে ৫৪.৫০ গড়ে ২১৮ রান করেন কোহলি। তিনি প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ হলেও পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেন। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রান করেন।
আরও পড়ুন: Cocaine Supply Case: মাদকের মামলায় দোষী সাব্যস্ত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাকগিল
চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার তার নজর আইপিএলে সাফল্য পাওয়ার দিকে। কোহলি ইতিমধ্যেই আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং এবারও তিনি তার ওরেঞ্জ ক্যাপ ধরে রাখতে চাইবেন, যা তিনি গতবার জিতেছিলেন।
ক্যাপ্টেন নয়, কিন্তু নেতা থাকছেন কোহলি
অনেক গুঞ্জন থাকলেও এই মরসুমে কোহলি আরসিবির অধিনায়কত্ব নেবেন না। দলের নেতৃত্বে থাকবেন রাজত পাতিদার। তবে কোহলি পুরোপুরি দলকে সমর্থন জানিয়েছেন এবং নেতৃত্বের ভূমিকায় থাকবেন।
আরও পড়ুন: PSG Stun Liverpool: অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি
আরসিবি ম্যানেজমেন্টের মতে, “কোহলির নেতৃত্ব দেওয়ার জন্য ক্যাপ্টেন হওয়ার প্রয়োজন নেই। তার মধ্যে নেতৃত্ব দেওয়ার সহজাত প্রবৃত্তি রয়েছে, যা মাঠে স্পষ্টভাবে বোঝা যায়,” বলেছেন দলের স্ট্র্যাটেজিক হেড মো বোবাট।
২২ মার্চ ইডেন গার্ডেন্সে কেকেআরের বিপক্ষে শুরু হচ্ছে আরসিবির অভিযান
আরসিবি ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচ খেলবে।