ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিগ্রাম অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভ (Pavel Durov) অবশেষে ফ্রান্সের বাইরে পদার্পণ করেছেন। গত বছরের অগস্ট মাসে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে গ্রেফতার হওয়ার পর, এবার তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছেছেন। তিনি ৫০ লক্ষ ইউরোর জামিনে মুক্তি পেয়ে ছিলেন, তবে জামিনের শর্ত ছিল যে তিনি ফ্রান্স ছেড়ে কোথাও যেতে পারবেন না।
নিষেধাজ্ঞা শিথিল (Pavel Durov)
ফ্রান্সের আদালত সম্প্রতি কিছু সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা (Pavel Durov) শিথিল করেছে। এর ফলে পাভেল দুরভ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। ফরাসি তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে সংগঠিত অপরাধে জড়িত থাকার অভিযোগ এনেছে। অভিযোগ করা হয়েছে যে টেলিগ্রামের মাধ্যমে কিছু অপরাধী চক্র মাদক পাচার এবং শিশু পর্নোগ্রাফির মতো অবৈধ কার্যক্রম পরিচালনা করেছে, এবং দুরভ এ সব কার্যকলাপ ঠেকাতে ব্যর্থ হয়েছেন।
পরিস্থিতি মোকাবেলার চেষ্টা (Pavel Durov)
দুরভ দুবাই থেকে এক সাক্ষাৎকারে (Pavel Durov) বলেছেন, “কিছু অপরাধী টেলিগ্রাম ব্যবহার করেছিল বলে তদন্তের প্রয়োজনেই আমাকে বেশ কয়েক মাস ফ্রান্সে থাকতে হয়েছে। সেই প্রক্রিয়া এখনও চলছে, তবে ঘরে ফিরতে পেরে ভাল লাগছে।” তিনি আরও জানান, এই সময়কালে তাঁর সাথে ফরাসি কর্তৃপক্ষের সহযোগিতা ছিল এবং তিনি সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছেন।
আরও পড়ুন: Fact Check: ২০২২ সালের বিস্ফোরণের ভিডিও সম্প্রতি পাকিস্তানে ট্রেন অপহরণের দৃশ্য দাবিতে ভাইরাল
রুশ সরকারের সঙ্গে সংঘাত
পাভেল দুরভ রুশ বংশোদ্ভূত হলেও বর্তমানে তিনি দুবাইয়ে বসবাস করেন এবং তাঁর কাছে তিনটি দেশের পাসপোর্ট রয়েছে, রাশিয়া, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরশাহি। ২০১৪ সালে রাশিয়া ছেড়ে যাওয়ার পর, তিনি টেলিগ্রাম পরিচালনার জন্য দুবাইতে চলে যান। রুশ সরকারের সাথে তাঁর সংঘাত দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে যে রুশ প্রশাসন টেলিগ্রামের তথ্যভান্ডার তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে, যা তিনি অস্বীকার করেছেন।

দুরভের গ্রেফতারি
গত বছরের ২৪ অগস্ট প্যারিসে পৌঁছানোর পর দুরভকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের চার দিন পর তিনি জামিনে মুক্ত হন, তবে আদালত তাঁকে ফ্রান্সে দুই দিনের হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। দুরভের গ্রেফতারি এবং তার পরবর্তী ঘটনাবলী টেলিগ্রামের ভবিষ্যৎ এবং প্রযুক্তিগত স্বাধীনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।