ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জমির বদলে চাকরি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তেজ প্রতাপকে তলব করেছে ইডি (ED Summons Lalu Yadav)। রাবড়ি এবং তেজ প্রতাপকে মঙ্গলবার হাজির হতে হবে, যেখানে লালুকে বুধবার পাটনায় তলব করা হয়েছে।
পাটনায় জিজ্ঞাসাবাদের জন্য তলব (ED Summons Lalu Yadav)
জমির বিনিময়ে চাকরি সংক্রান্ত অর্থপাচার মামলায় রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তার ছেলে তেজ প্রতাপ যাদব এবং স্ত্রী রাবড়ি দেবীকে তলব করেছে ইডি (ED Summons Lalu Yadav)। তেজ প্রতাপ ও রাবড়ি দেবীকে মঙ্গলবার ইডির সামনে হাজির হতে বলা হয়েছে, আর লালু প্রসাদকে বুধবার পাটনায় তলব করা হয়েছে।
দিল্লি আদালতেও তলব (ED Summons Lalu Yadav)
ইডির এই নোটিশের কয়েকদিন আগেই দিল্লির একটি আদালত একই মামলায় লালু প্রসাদ, তেজ প্রতাপ ও তাদের মেয়ে হেমা যাদবকে তলব করেছিল (ED Summons Lalu Yadav)। আজ, মঙ্গলবার, রাবড়ি দেবী পাটনায় ইডি অফিসে হাজিরা দিয়েছেন। সকাল ১০টায় তিনি সেখানে পৌঁছান এবং কর্মকর্তারা তার বয়ান রেকর্ড করবেন। লালু প্রসাদ যাদবকেও আগামীকাল জিজ্ঞাসাবাদ করা হবে।
আদালতের নির্দেশ ও নতুন সমন
রাউস অ্যাভিনিউ আদালত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ করে লালু প্রসাদ, তেজ প্রতাপ ও হেমা যাদবকে ১১ মার্চ আদালতে হাজির হতে বলেছে। আদালত লালুর ছোট ছেলে ও বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও নতুন করে তলব করেছে। সিবিআই এই মামলায় মোট ৭৮ জনকে অভিযুক্ত করেছে, যাদের মধ্যে ৩০ জন সরকারি কর্মকর্তা রয়েছেন।
আরও পড়ুন: Devendra Fadnavis: ঔরঙ্গজেবের বিরুদ্ধে মানুষের ক্রোধের জন্য ‘ছাবা’ সিনেমাই দায়ী?
কী এই জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি?
অভিযোগ অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে, যখন লালু প্রসাদ কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, তখন রেলের গ্রুপ-ডি পদে নিয়োগের বিনিময়ে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে তার পরিবারের নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল। সিবিআই-এর দাবি, রাবড়ি দেবী, মিসা ভারতী ও হেমা যাদবসহ লালু প্রসাদের পরিবারের সদস্যদের নামে কম দামে জমি হস্তান্তর করা হয়।
অর্থপাচার মামলার তদন্ত
গত বছর, ইডি দিল্লির আদালতে একটি চার্জশিট জমা করে, যেখানে অভিযুক্তদের তালিকায় রাবড়ি দেবী, মিসা ভারতী ও হেমা যাদবের নাম রয়েছে। PMLA আইনের অধীনে অর্থপাচারের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেনের তদন্ত করছে ইডি।
আরও পড়ুন: Eknath Shinde on Nagpur Violence: ‘ঔরঙ্গজেবের প্রশংসাকারীরা দেশদ্রোহী’, দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর
দীর্ঘদিন ধরে চলা তদন্ত
২০২২ সাল থেকে এই মামলার তদন্ত চলছে। সিবিআই ও ইডি, উভয় সংস্থাই একাধিক চার্জশিট জমা করেছে। গত বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মামলায় লালু প্রসাদ যাদবের বিচারের অনুমোদন দিয়েছিলেন।
ইডির সামনে হাজিরা নিয়ে অনিশ্চয়তা
যদিও ইডি তলব করেছে, তবে সূত্রের খবর, লালু প্রসাদ যাদব ও তার পরিবারের সদস্যরা হয়তো হাজির নাও হতে পারেন। গত ২৯ জানুয়ারি ইডি লালু প্রসাদকে এই মামলায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। গত বছর, ৩০ জানুয়ারি, তেজস্বী যাদবকেও আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল সংস্থাটি।