ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলায় হয়ে গেল তারকা খচিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Awards Bangla 2025) অনুষ্ঠান। তারকাদের কাকে কোন লুকে দেখা গেল? ফিল্মফেয়ার নিয়ে তাঁদের অনুভূতিটাই বা কেমন? সবটাই ধরা পড়ল ট্রাইব টিভির ক্যামেরায়।
মিমির মুখে শুভশ্রীর প্রশংসা (Filmfare Awards Bangla 2025)
রেড স্টাইলিশ গাউনে এন্ট্রি নেন মিমি (Mimi Chakraborty)। মিমির কথায়, “ফিল্মফেয়ার সবার জীবনের সঙ্গে যুক্ত। আমরা খুব ছোট থেকেই ফিল্মফেয়ার দেখছি।” এদিন মিমির দুষ্টু কোকিলে পারফর্ম্যান্স করেন শুভশ্রী (Filmfare Awards Bangla 2025)। এ বিষয়ে মিমি বলেন “শুভ খুব ভালো ডান্সার।”
রানীর মতো ঋতুপর্ণার এন্ট্রি (Filmfare Awards Bangla 2025)
অফ সোল্ডার গাউনে রীতিমত রানীর মতো এন্ট্রি নেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। গাউনের পিছনে অংশটা এতটাই বড় যে আর একজনকে সামলাতে হচ্ছিল (Filmfare Awards Bangla 2025)। জুয়েলারি সামান্য। গলায় স্টাইলিশ সর্পিল আকৃতির হার। কানে ছোট্ট দুল আর হাতে ঘড়ি। নীল রঙের গাউনে ঋতুপর্ণাকে অসাধারণ লাগছিল। ঋতুপর্ণাকে দেখে জড়িয়ে ধরেন শ্রাবন্তী। দুই নায়িকার মধ্যে হয় মিষ্টি আলাপ। ঋতুপর্ণার কথায় “আমার সাজের আইডিয়া রজত আর কৌশিকের। ফিল্মফেয়ার আমাদের জন্য খুব স্পেশাল। তাই আজকে আমার সাজও স্পেশাল। এর আগেও মুম্বাই সহ সাউথের ফিল্মফেয়ারে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছি। অ্যাওয়ার্ডও পেয়েছি।”
চারুলতার লুকে দেবলীনা
দেবলীনা দত্ত (Debolina Dutta) এন্ট্রি নেন রীতিমত চারুলতার লুকে। আটপৌরে করে শাড়ি পরেছিলেন। সাথে কালো ব্লাউজ। গলা এবং হাতের কাছে সুন্দর সাদা কুঁচি দেওয়া। হাতে চুড়ি। কপালে টিপ, কানে দুল। চুল খোঁপা করা। মুখে পান ছিল। এ বিষয়ে অভিনেত্রী বলেন, “আমার অত্যন্ত প্রিয় একজন চরিত্র চারুলতা। আমি শুধু এটা আমার ডিজাইনারদের বলেছিলাম। আমি ভীষণ ভেতো বাঙালি। যতটা চারুলতা পছন্দ করে, আমি ঠিক ততটাই করি। তাই পানের কৌটো নিয়ে ঘুরছি সাথে। এই সাজের পরিকল্পনা করতে দশ দিনও লাগেনি। আমি আফ্রিকা থেকে ফেরার পর ১০ দিনও সময় পাইনি। ওরা (ডিজাইনার) আসলে আমার পছন্দ জানে এবং বোঝে।”
আরও পড়ুন: Shambhavi Chatterjee: বলিউডে প্রসেনজিতের বোন প্রাইমা, দাদার সাথে সম্পর্ক কেমন?
রংমিলান্তি পোশাকে বনি-কৌশানি
বনি এবং কৌশানিকে দেখা গিয়েছে রংমিলান্তি পোশাকে। দু’জনেই সেজেছিলেন কালো রঙে। বহুরূপী নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলেন অভিনেত্রী। কারণ প্রায় ১৬ টি নমিনেশনে ছিল। কৌশানিকে উদ্দেশ্য করে বনির বলেন, “আজ ব্ল্যাক লেডির অনুষ্ঠানে নিয়ে চলে এসেছি ব্ল্যাক প্রিন্সেসকে।”
স্টাইলিশ লুকে স্বস্তিকা
স্বস্তিকা দত্তকে (Swastika Dutta) দেখা যায় মেরুন রঙের পোশাকে। সাদা টপের উপর মেরুন কোট। কোটের উপর ছিল স্টাইলিশ ফুল। হাতে ঘড়ি। একদম সাধারণ লুকে এসেছিলেন, কিন্তু লাগছিল গর্জিয়াস। অভিনেত্রী বলেন “আমি ভীষণ খুশি। কারণ এটা আমার প্রথম ফিল্মফেয়ার নমিনেশন।”
আরও পড়ুন: Khakee 2: আজ মুক্তি পাচ্ছে খাকি! কী করলেন জিৎ-প্রসেনজিৎ? উত্তেজনা সোশ্যাল মিডিয়ায়
মমতা শঙ্করের সাজ
মমতা শঙ্করের (Mamata Shankar) ক্ষেত্রে অনুষ্ঠান মানেই শাড়ি। এদিনও চওড়া জরির পাড়ের শাড়িতে তাঁকে দেখা গিয়েছে। তবে বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, ” বয়স হয়ে যাচ্ছে। এখন একটু ভারী শাড়ি পরতে কষ্ট হয়। কিন্তু শাড়ির কোনও তুলনা হয় না।”