ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত বছর জুন মাসে পৃথিবীর কক্ষ পথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী আর এক নভোচারী বুচ উইলমোর (Sunita Williams Return Cost)। তাঁদের এই মহাকাশ অভিযানের সময় সীমা ছিল মাত্র আট দিন। কিন্তু, তাঁদের যে মহাকাশ যানের মাধ্যমে পুনরায় পৃথিবীতে ফিরে আসার কথা ছিল সেই মহাকাশযানে কিছু যান্ত্রিক ত্রুটির তৈরি হয়। ফলে তাঁরা আটকে পড়েন মহাকাশেই। তার পর থেকে একাধিক বার সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বার বার প্রত্যাবর্তন পিছিয়ে যায়।একারণে সুনীতা ও তাঁর সঙ্গী নভোচারীর পৃথিবীতে ফিরে আসার বিলম্বিত হয় ৯ মাস।
ট্রাম্পের নির্দেশ (Sunita Williams Return Cost)
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মাস্ককে এ বিষয়ে আলোকপাত করতে বলেছিলেন ট্রাম্প (Sunita Williams Return Cost)। অবিলম্বে সুনীতাদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন তিনি। তার পরেই মহাকাশে ড্রাগন যান পাঠান মাস্ক। অবশেষে ২৮৬ দিন পেরনোর পর আবার পৃথিবীতে পা রাখেন সুনীতা ও তাঁর সঙ্গী নভোচারী বুচ উইলমোর।
স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসুল (Sunita Williams Return Cost)
বোয়িং-এর ক্যাপসুল ইঞ্জিনের ত্রুটির জন্য সুনীতাদের ফেরাতে নাসা ব্যবহার করেছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল (Sunita Williams Return Cost)। এতে সুনীতাদের ফেরানোর খরচ বেশ অনেকটাই বেড়ে গেছে। নাসার তরফে সেই খরচের তালিকাও প্রকাশ করা হয়েছে। সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী নভোচারী বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলকে মহাকাশে পৌঁছে দিয়েছিল মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা স্পেসএক্সের
ফ্যালকন ৯ রকেট। এই রকেটে করেই মহাকাশযান ড্রাগন ক্যাপসুলকে পৌঁছে দিয়েছিল পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে।

আরও পড়ুন: RIP English: সাংবাদিক ও পুলিশের বচসার মাঝে শ্রাদ্ধ ইংরেজির, নেটপাড়ায় ভাইরাল ভিডিয়ো
সুনীতাদের ফেরাতে ইসরোর বাজেটের সমান খরচ
সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর এই দুই নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনতে যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বার্ষিক বাজেটের প্রায় সমান। সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর যানে করে পৃথিবীতে নেমে এসেছেন, সেই ড্রাগন ক্যাপসুলের খরচ ধরলে সুনীতাদের ফেরাতে নাসার মোট খরচ হয়েছে প্রায় ১৪০০ কোটি মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় হিসাব করলে হয় প্রায় ১২ হাজার কোটি টাকারও বেশি। সুনীতাদের ফেরানোর এই বিপুল খরচ বহন করবে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী অর্থবর্ষে ভারতের মহাকাশ গবেষণার জন্য বরাদ্দ বাজেট দেওয়া হয়েছে মাত্র ১২ হাজার ৪১৬ কোটি টাকা।
আরও পড়ুন: Fact Check: ভারতে গরুর মাংস বিক্রি করায় রমজান মাসে ভাঙা হল মুসলিমদের ঘর-বাড়ি!
সুনীতাদের মহাকাশে পাঠানোর খরচ
আমেরিকার কিছু সংবাদ সংস্থার তরফে জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে সুনীতাদের মহাকাশে পাঠানোর জন্য যে রকেট ব্যবহার করা হয়েছিল সেটি উৎক্ষেপণের খরচই ছিল প্রায় ৬৯ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় হিসাব করলে সংখ্যাটি দাঁড়ায় প্রায় ৫৯৫ কোটি টাকা।