ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একই মঞ্চে রূপম ইসলাম (Rupam Islam) এবং অভিনেতা বিক্রম চ্যাটার্জি (Vikram Chatterjee)। রূপমকে দেখে নস্টালজিয়ায় ভাসলেন অভিনেতা বিক্রম (Rupam-Bikram)। শেয়ার করলেন কলেজ জীবনের কথা। কীভাবে রকস্টার রূপমের গান তিনি উপভোগ করতেন? মঞ্চে একসাথে গলা মেলালেন দু’জনে। দু’জনের পরনেই ছিল রংমিলান্তি পোশাক। দু’জনেই সেজেছিলেন কালো রঙের পোশাকে।
থ্রিলার ধর্মী ছবি (Rupam-Bikram)
খুব শীঘ্রই পর্দায় আসছে থ্রিলার ধর্মী ছবি (Rupam-Bikram)। যেখানে থ্রিলারের মুখ স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। আর রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুর্গাপুর। ছবির নাম ‘দুর্গাপুর জংশন’ (Durgapur Junction)। পরিচালক অরিন্দম ভট্টাচার্য। ইতিমধ্যেই এই ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যায় অন্ধকার রাস্তায় লুটিয়ে পড়ছে একটা হাত। আর সেই হাতের মুঠো খুলতেই ছিটকে বেরিয়ে আসে ওষুধের বড়ি। এই ছবির শুটিং হয়েছে গত বছর। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৫ শে এপ্রিল। সাহেব বিবি গোলামের প্রায় আট বছর পর পর্দায় ফিরছে স্বস্তিকা এবং বিক্রম জুটি।
নতুন গান মুক্তি (Rupam-Bikram)
সম্প্রতি এই ছবির নতুন গান ‘সায়ানাইড’ মুক্তি পেয়েছে (Rupam-Bikram)। যে গানটি গেয়েছেন রূপম ইসলাম। শিল্পীর কথায় ” ওরা এত ভালো কাজ করেছে যে এই কাজটাতে আমাকে প্রয়োজন হতো না। আমার ব্যক্তিগত ভাবে বিক্রমের সঙ্গে কাজ করতে ভালো লেগেছে। বিক্রম আমাকে যেভাবে ভালবাসে, আসলে ভালোবাসাটা ম্যাটার করে।”
আরও পড়ুন: TRP List: টিআরপিতে হাড্ডাহাড্ডি লড়াই, ঘটল বড় রদবদল! কে হল সেরা?
নস্টালজিয়ায় ভাসলেন বিক্রম
অপরদিকে নস্টালজিয়ায় ভাসলেন বিক্রম। অভিনেতার কথায়, ” আমি শুধুমাত্র রূপমদাকে ভালোবাসি না, আমি রূপমদাকে শ্রদ্ধা করি। আমার সেই ছোট্টবেলা থেকে সবথেকে প্রিয় রকস্টার। একের পর এক যে গানগুলো শুনে আমরা বড় হয়েছি। রূপমদা গাইতেন, আর আমরা মঞ্চের সামনে বসে চিৎকার করতাম, গলা ফাটাতাম। সেখান থেকে আজকের এমন একটা দিন, যেখানে আমার সৌভাগ্য যে আমার একটা সিনেমার গান রূপমদা গেয়েছেন। শুধু তাই নয়, আমি আর রূপমদা একসাথে ফিচার করেছি। কলেজে পড়াকালীন আমি ভাবতাম, কীভাবে রূপমদাকে অনুষ্ঠানে আনা যাবে। কিভাবে যোগাযোগ করব।”
আরও পড়ুন: Aamir Khan Controversy: ৬০ বছর বয়সে আমিরের প্রেম, ট্রোল হতেই গর্জে উঠলেন বিক্রম ভাট
ছবির গল্প
আপাতত ছবির গল্পের যা আভাস মিলেছে, সেই অনুযায়ী দুর্গাপুরে ঘটছে একের পর এক খুনের ঘটনা । সিরিয়াল মৃত্যু হচ্ছে। নেপথ্যে কাজ করছে ওষুধের বিষক্রিয়া। তবে পুরো বিষয়টা একেবারে পরিকল্পিত কিনা তা স্পষ্ট নয়। এক্ষেত্রে পুলিশ অফিসার সৌম্যর চরিত্রে রয়েছেন বিক্রম। আর স্বস্তিকা রয়েছেন সাংবাদিক উষসীর চরিত্রে।