ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে মিত্তির বাড়ি (Mittir Bari) ধারাবাহিকে, ছোট ছেলের ভূমিকায় দেখা যাচ্ছে সোহেল দত্তকে (Sohail Dutta)। টলিউডের (Tollywood) লাভ বার্ডস সোহেল দত্ত এবং তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। যদিও শুধু অভিনয় নয়, সোহেলের আরেকটি পরিচয় রয়েছে। তিনি রাজনৈতিক নানান কাজের সঙ্গে যুক্ত। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সঙ্গে তার দেখা হয়। মুখ্যমন্ত্রী নিজে থেকেই বলেন, তিনি সোহেলের ধারাবাহিক দেখবেন। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতে কী কথা হল? তবে কি এবার অভিনয় ছেড়ে পাকাপাকি ভাবে রাজনীতিতেই ফিরবেন সোহেল? এ বিষয়ে ট্রাইব টিভিকে কী বললেন তিনি?
মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ (Sohail Dutta)
বিধানসভার বৈঠকে সোহেলের (Sohail Dutta) সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাক্ষাৎ হয়। তখন চলছিল বাজেট অধিবেশন। মুখ্যমন্ত্রী যখন তাঁর ঘর থেকে বেরোচ্ছিলেন, তখন সোহেল বাইরে ছিলেন। অভিনেতার সাথে ছিলেন কয়েক জন বিধায়ক। কিন্তু মমতা ব্যানার্জি সোহেলের দিকেই তাকিয়ে জিজ্ঞাসা করেন “ভালো আছিস?” বড় জোর দুই থেকে তিন সেকেন্ডের ব্যাপার। সোহেল প্রথমে বুঝতেই পারেননি যে তাকে বলা হচ্ছে। সোহেলের সাথে দাঁড়িয়ে থাকা অপর এক বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী কথাটা সোহেলকেই বলেছেন। সোহেল তো শুনে রীতিমত অবাক। প্রায় ছয় মাস আগে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সোহেলের দেখা হয়েছিল। যদিও তখন কোনও কথা হয়নি । সম্প্রতি সাক্ষাৎ হয়েছে অধিবেশন শেষে।
সোহেলের ধারাবাহিক দেখবেন মুখ্যমন্ত্রী! (Sohail Dutta)
সোহেল (Sohail Dutta) একটি কাজের কারণে স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখনই খেয়াল করলেন, মমতা ব্যানার্জি তার দিকে তাকান এবং ডাকেন। জিজ্ঞাসা করেন, ” তোর কোনও খোঁজ খবর নেই কেন? তোকে দেখা যায় না কেন? কোথায় ছিলিস ?” উত্তরে সোহেল জানান, তিনি এখন মিত্তির বাড়ি ধারাবাহিকে কাজ করছেন। পাল্টা মুখ্যমন্ত্রী আবারও জিজ্ঞাসা করেন, ” এই ধারাবাহিক কোন চ্যানেলে হয়?” সোহেল জানান, জি বাংলায় রাত ন’টার সময়। তখন মুখ্যমন্ত্রীর উত্তরটা ছিল, আরও বিস্ময়কর। বলেন, ” ঠিক আছে আমি দেখব।” তারপর সোহেলকে পড়াশুনার খবর জিজ্ঞাসা করেন। সোহেল টেকনো থেকে এমবিএ কমপ্লিট করেছেন। তারপরে মুখ্যমন্ত্রী কিছু একটা বলতে যাচ্ছিলেন, তখনই আরেকজন চলে আসেন। তাই আর কথোপকথন হয়নি। তারপর সোহেল মুখ্যমন্ত্রীকে প্রণাম করে চলে আসেন।
আরও পড়ুন: Avneet Kaur SHOCKING Incident: নিতম্বে হাত দেওয়ার চেষ্টা! ব্যাটের বাড়ি মেরে শিক্ষা দিলেন অভিনেত্রী
অভিনয় ছেড়ে রাজনীতিতে সোহেল!
সোহেলকে কি তবে আবার পুরোদমে রাজনীতির ময়দানে দেখা যাবে? এ বিষয়ে তিনি ট্রাইব টিভিকে বলেন, “রাজনীতিকে আমি আমার আরেকটা কেরিয়ার হিসেবে দেখি। তবে মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ এটা একটা বাড়তি পাওনা। দিদি আগে আমাকে যে ভাবে ভালোবাসত, এখনও সেই জায়গায় আমায় রেখে দিয়েছে। সময় নিয়ে আমার সঙ্গে কথা বলেছে। এটা সত্যি, আমার জন্য অনেক বড় ব্যাপার।”
আরও পড়ুন: Ranbir-Alia: বড় দিদি হচ্ছে রাহা! দ্বিতীয় সন্তানের বড় ইঙ্গিত দিলেন রণবীর
শুটিংয়ের পাশাপাশি ধারাবাহিকের কাজ
সামনেই বিধানসভা নির্বাচন। একদিকে ধারাবাহিকের কাজ, অপরদিকে রাজনীতির ময়দানের পরিশ্রম। যদিও সোহেলকে নির্বাচনের প্রচারে দেখা যাবে, পাশাপাশি চলবে ধারাবাহিকের কাজও। তবে একটু হয়ত অ্যাডজাস্ট করতে হবে। সোহেলের কথায়, “মমতা ব্যানার্জিকে চারবারের জন্য মুখ্যমন্ত্রী করতে আমার তরফ থেকে যেটুকু করা যায় সেটুকু আমি করব। তবে এটা ঠিক, উনি ক্ষমতায় আসবেন নিজের জোরে।”