ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত বছরের ৫ জুন থেকে আইএসএস-এ থাকা সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে (Overtime Salary for Sunita) বুধবার ভোরে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে করে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছিল।
আট দিনের মিশন হয়ে গেল ২৮৬ দিন (Overtime Salary for Sunita)
নাসার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর গত সপ্তাহে পৃথিবীতে ফিরে এসেছেন (Overtime Salary for Sunita)। তাদের আট দিনের আইএসএস (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন) মিশন দীর্ঘ হয়ে যায় ৯ মাসের বেশি।
ওভারটাইমের জন্য টাকা পাবেন না নাসার মহাকাশচারীরা (Overtime Salary for Sunita)
তবে এই ২৭৮ দিন অতিরিক্ত কাজ করেও তারা কোনো ওভারটাইম বেতন পাবেন না (Overtime Salary for Sunita)। বিষয়টি জানতে পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ব্যতিক্রমী প্রস্তাব দেন। ট্রাম্প বলেন, “এটা তো কেউ আমাকে জানায়নি! যদি দিতে হয়, আমি নিজের পকেট থেকে দিয়ে দেব।”
নাসার নিয়ম অনুযায়ী কোনো অতিরিক্ত বেতন নেই
নাসার মহাকাশচারীরা সরকারি কর্মচারী হওয়ায় তারা বেসরকারি চাকরিজীবীদের মতো ওভারটাইম পান না। সরকারি নিয়ম অনুযায়ী, তারা অতিরিক্ত সময়, সপ্তাহান্ত বা ছুটির দিনেও কাজ করলেও বাড়তি টাকা পান না। এমনকি মহাকাশে যাত্রাও সরকারি সফর হিসেবেই গণ্য হয়।
আরও পড়ুন: Drowning Dog In Airport: বোর্ডিং হয়নি, এয়ারপোর্টেই পোষ্যকে ডুবিয়ে হত্যা মালিকের
নাসা শুধু তাদের যাতায়াত, থাকার খরচ ও খাবারের ব্যবস্থা করে। এছাড়া, প্রতিদিন ৫ ডলার ‘ইনসিডেন্টাল’ খরচ দেওয়া হয়। ২৮৬ দিন মহাকাশে থাকার জন্য সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর মাত্র ১,৪৩০ ডলার (প্রায় ১,২২,৯৮০ টাকা) অতিরিক্ত পাবেন। তাদের বার্ষিক বেতন ৯৪,৯৯৮ ডলার (প্রায় ৮১,৬৯,৮৬১ টাকা) থেকে ১,২৩,১৫২ ডলার (প্রায় ১,০৫,৯১,১১৫ টাকা) এর মধ্যে।
ট্রাম্প এই বিষয়টি শুনে বিস্মিত হয়ে বলেন, “এটাই সব? এত কষ্ট করে তারা যা করেছে, তার জন্য এটা খুবই কম!”
এলন মাস্ককে ধন্যবাদ দিলেন ট্রাম্প
ওভাল অফিসে এক প্রেস কনফারেন্সে ট্রাম্প স্পেসএক্স প্রধান এলন মাস্ককে ধন্যবাদ জানান মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য। তিনি বলেন, “এলন না থাকলে, ওরা আরও অনেক দিন মহাকাশে থাকতে বাধ্য হতো। শরীর ৯-১০ মাস মহাকাশে থাকার পর দুর্বল হয়ে পড়ে। তাই সময় থাকতেই ফেরানো দরকার ছিল। এলন এখন অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সে অসাধারণ কাজ করছে।”
আরও পড়ুন: EU Meeting: ইউরোপীয় ইউনিয়নের ২০টি দেশের বৈঠক! ইউক্রেনে সেনা পাঠাবে ইউরোপ?
পৃথিবীতে ফিরে এলেন সুনীতা উইলিয়ামস
গত বছরের ৫ জুন থেকে আইএসএস-এ থাকা উইলিয়ামস ও উইলমোর বুধবার স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফিরে আসেন। তারা ফ্লোরিডার পূর্ব উপকূলে সাগরে অবতরণ করেন এবং স্ট্রেচারে করে ক্যাপসুল থেকে বের করা হয়, যা মহাকাশচারীদের ক্ষেত্রে স্বাভাবিক একটি পদ্ধতি। তাদের হাসিমুখে ক্যাপসুলের ভেতরে থাকা ও স্ট্রেচারে শুয়ে থাকা দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়। শুধু তাদের পরিবার নয়, বিশ্বজুড়ে মহাকাশচারীদের এই প্রত্যাবর্তন উদযাপন করা হয়।
স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে সময়
মহাকাশ থেকে ফেরার পর, নাসার এই মহাকাশচারীরা এখন দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন। তারা ছয় মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ নেবেন, যাতে তাদের পেশি ও হাড়ের ঘনত্ব স্বাভাবিক হয়। এর মধ্যে থাকবে শারীরিক শক্তি বাড়ানোর প্রশিক্ষণ ও নড়াচড়া সংক্রান্ত ব্যায়াম।