ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আর কিছুক্ষণ পরেই আইপিএলের উদ্বোধনী ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR VS RCB)। ইডেনে হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে ফুটছে শহর কলকাতা। ধারে ভারে শক্তিতে ২ দলই সেয়ানে সেয়ানে। আজ লড়াই বিরাট কোহলির সঙ্গে নাইটদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর। জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করতে মরিয়া বিরাট-রাহানেরা।
পরিসংখ্যান বলছে আইপিএলে কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩৪ বার (KKR VS RCB)। তার মধ্যে ২০ বার জিতেছে শাহরুখ খানের দল। আর ১৪ বার শেষ হাসি হাসেছে বিরাটরা। গত নিলামে কেকেআর ৯ খেলোয়ারকে ধরে রাখলেও আরসিবির দলে অনেক নতুন খেলোয়ার এসেছে। তবে আজ নাইটদের ডেরায় খেলা হলেও শুধুমাত্র কোহলির জন্য ইডেনের গ্যালোরি আরাআরি ভাবে বিভক্ত হবে। শক্তির বিচারে ২ দলই কাছাকাছি।
দলের অধিনায়ক রজত পতিদার হলেও আরসিবির ব্যাটন বিরাটের হাতেই থাকবে। প্রতিপক্ষ কেকেআর গতবারের চ্যাম্পিয়ন ও শক্তিশালি দল (KKR VS RCB)। তাই আজ প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছে আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। বিশেষকরে প্রতিপক্ষের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে হোম ওয়ার্ক করেই তাঁরা মাঠে নামবে তা জানিয়ে দিয়েছেন আরসিবি কোচ।
বিরাটকে আটকানোর গুরু দায়িত্ব বরুণের কাঁধে! (KKR VS RCB)
প্রতিপক্ষ আরসিবির আসল নেতা যে বিরাট তা খুব ভালো করেই জানে কেকেআর। তাই বিরাটকে আটকানোর গুরু দায়িত্ব যে তাঁর ওপরেই থাকবে তা জানেন কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। শেষ ২ আইপিএলে আরসিবির বিরুদ্ধে অল-উইন রেকর্ড নিয়েই আজ মাঠে নামবে নাইট বাহিনী (KKR VS RCB)। কিন্তু বিরাট ফ্যাক্টরও মাথায় রাখছে তাঁরা। তাই বরুণও জানিয়ে দিলেন বিরাট তাঁর বিরুদ্ধে বরাবরই ভালো খেলেন। তবে বিরাটকে ফেরানোর জন্য মুখিয়ে রয়েছেন তিনি। তার জন্য এবারের আইপিএলে নতুন অস্ত্র তাঁর তৈরি আছে বলেও জানিয়েছেন বরুণ। সেইসঙ্গে আজ আরসিবিকে হারানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী নাইট স্পিনার।
কোহলি বনাম বরুণ, রাসেল বনাম ব্রেসওয়েল দ্বৈরথ দেখতে আজ ইডেনে গ্যালোরিতে কেকেআর ও আরসিবি ফ্যানেরা মুখিয়ে রয়েছে। সকলের এখন একটাই প্রার্থনা বৃষ্টি যেন না হয়।