ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৮৫০ কোটি টাকা প্রতারণা করে ভারত ছেড়ে পালিয়েছিলেন ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi)। অবশেষে খোঁজ মিলল পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi) ও তাঁর স্ত্রী প্রীতি চোকসির। দু’জনেই আপাতত ঠাঁই নিয়েছেন বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে এমনটাই দাবি করা হয়েছে অ্যাসোসিয়েট টাইম্সের একটি প্রতিবেদনে। ঘটনাটি জানার পরেই মেহুল চোকসিকে ভারতে ফেরানোর জন্য ভারত সরকার বেলজিয়াম সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলে সূত্রের খবর।
বেলজিয়ামে মেহুল চোকসি (Mehul Choksi)
অ্যাসোসিয়েট টাইম্সের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর বেলজিয়ামে বৈধ থাকার নথি পেয়েছেন পলাতক মেহুল চোকসি (Mehul Choksi)। মেহুল চোকসির স্ত্রী প্রীতি, বেলজিয়ামের নাগরিক, স্ত্রীর সাহায্যেই ‘এফ রেসিডেন্সি কার্ড’ জোগাড় করে বেলজিয়ামে থাকতে শুরু করেছেন মেহুল। প্রতিবেদনে আরও কিছু গুরুতর অভিযোগ উঠে এসেছে মেহুল চোকসির বিরুদ্ধে। জানা যাচ্ছে, বেলজিয়ামে থাকার জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে একাধিক ভুয়ো এবং জাল নথি ব্যবহৃত হয়েছে। এছাড়াও, মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগও উঠেছে। মেহুল চোকসি এখনও ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেননি এবং তাঁর অ্যান্টিগার নাগরিকত্বও রয়েছে, তবে সেই তথ্যও গোপন রাখা হয়েছে। ১৯ মার্চ, এএনআই-কে অ্যান্টিগা ও বার্বুডার বিদেশমন্ত্রী জানিয়ে ছিলেন, মেহুল চোকসির এখনও ওই দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে।
আরও পড়ুন : Ghaziabad Incident: ঘরে গিয়ে খুলে দিল শ্বশুরের পোশাক, পুলিশ আসতেই সব ফাঁস!
ভারতে ফিরবেন মেহুল চোকসি? (Mehul Choksi)
বিপুল অঙ্কের ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ থাকায় মেহুল চোকসিকে (Mehul Choksi) ভারতে ফিরিয়ে আনার দাবি তোলা হয়েছে বিভিন্ন মহলে। যদিও ২০২৪ সালের ডিসেম্বরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) সংসদে জানিয়েছিলেন যে মেহুল চোকসির সম্পত্তি বিক্রি করে ২২ হাজার ২৮০ কোটি টাকা পুনরুদ্ধার করা হয়েছে। অ্যাসোসিয়েট টাইম্সের রিপোর্টে দাবি, মেহুলকে ভারতে ফেরানোর প্রক্রিয়াও শুরু করেছে নয়াদিল্লি। নানা কৌশলে ভারতে প্রত্যর্পণ ঠেকানোর চেষ্টাও করে চলেছেন মেহুল চোকসি।
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, মেহুল চোকসি অসুস্থ। তিনি সুইৎজারল্যান্ডের একটি ক্যানসার হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করছেন। হাসপাতালে ভর্তি হলেই হিউম্যানিটরিয়ান গ্রাউন্ডে চোকসি আবেদন করতে পারবেন যে তাঁকে যেন ভারতে ফেরত পাঠানো না হয়। বেলজিয়ামে থাকার জন্য যে সাময়িক অনুমতিপত্র পেয়েছেন মেহুল, তা যদি স্থায়ী অনুমতিতে পরিণত হয়ে যায়, তবে তিনি ইউরোপের বিভিন্ন দেশেই বিনা বাধায় ঘুরে বেড়াতে পারবেন। সে ক্ষেত্রে তাঁকে ভারতে ফেরানো আরও কঠিন হয়ে পড়বে।
আরও পড়ুন : Surgery On Himself: ইউটিউব ভিডিও দেখে পেট কেটে অস্ত্রোপচার, ঘটে গেল বিপত্তি
মেহুল চোকসির বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) থেকে ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। তবে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তদন্তকারী সংস্থাগুলি এখনও তাঁর বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। সিবিআই এবং ইডি, উভয় সংস্থাই তাঁকে খুঁজছে। মেহুল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বার্বুডায় ছিলেন এবং সেখানে তাঁর নাগরিকত্বও রয়েছে। সেখান থেকে মেহুলকে ভারতে ফেরানো সম্ভব হয়নি। ২০২৩ সালে, মেহুলের আবেদন অনুযায়ী অ্যান্টিগা ও বার্বুডার বিচারবিভাগ জানিয়েছিল যে, তাঁকে ওই দেশ থেকে কোথাও নিয়ে যাওয়া যাবে না, যার ফলে তাঁর ফেরানোর প্রচেষ্টা স্থগিত হয়ে যায়। তবে এখন যে মেহুল বেলজিয়ামে চলে গেছেন, সেখান থেকে তাঁকে ফেরানো সম্ভব হতে পারে এবং সেই চেষ্টাও শুরু হয়ে গেছে।