ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের (Child Abuse In Kaliganj) অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল নদিয়ার পলাশীতে। এর প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার কালীগঞ্জ থানা এলাকায় মীরাবাজার পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন এলাকার বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জখম অবস্থায় শিশুকে উদ্ধার (Child Abuse In Kaliganj)
শনিবার দুপুরে কালীগঞ্জ থানার মীরা অঞ্চলের চার বছরের এক শিশু (Child Abuse In Kaliganj) বাড়ির কাছে খেলতে বেরিয়েছিল। ওই সময় কয়েকজন যুবক তাকে একটি নির্মীয়মান বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। শিশুর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যায়। তাদের দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। জখম অবস্থায় ওই শিশুকে উদ্ধার করেন পরিবারের লোকজন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
‘অপরাধীদের দ্রুত ধরতে হবে’ (Child Abuse In Kaliganj)
এই ঘটনার প্রেক্ষিতে শিশুটির পরিবার মীরাবাজার পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে (Child Abuse In Kaliganj)। অভিযোগ দায়েরের পরও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। তারই প্রতিবাদে রবিবার পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন এলাকার লোকজন। তাঁদের দাবি, অপরাধীদের দ্রুত ধরতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। কালীগঞ্জ থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। বিক্ষোভকারীদের দাবি, “অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি শাস্তির নিশ্চয়তা চাই।”
আরও পড়ুন: Weather Report Kolkata: শহরজুড়ে বাড়বে গরম, রোদের তেজও বাড়বে, বৃষ্টি দেবে না দেখা!
অভিযোগের ভিত্তিতে তদন্ত
এলাকায় বিক্ষোভের কারণে প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছিল। যে কারণে পুলিশ স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বিক্ষোভ তুলে নিতে বলে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পুলিশ আধিকারিক বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” পুলিশের আশ্বাসে শেষে বিক্ষোভ তুলে নেওয়া হয়।