ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শিনেপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে ম্যাচ চলাকালীন বুকে ব্যথা (Tamim Iqbal Heart Attack) অনুভব করার পর তামিম ইকবালকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।
ম্যাচ চলাকালীন বুকে ব্যথা, হাসপাতালে তামিম (Tamim Iqbal Heart Attack)
বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবালকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে (Tamim Iqbal Heart Attack)। সোমবার, ২৪ মার্চ, ঢাকা প্রিমিয়ার লিগ (DPL) ২০২৫-এ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শিনেপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচ চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন।
কখন ঘটেছে? (Tamim Iqbal Heart Attack)
ঘটনাটি ঘটে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (BKSP) ৩ নম্বর মাঠে। তামিম ম্যাচের আগে টস করতে নামলেও, ফিল্ডিংয়ের সময় তিনি অস্বস্তি অনুভব করেন। এরপর তৎক্ষণাৎ মেডিক্যাল টিম মাঠে পৌঁছায় এবং একটি হেলিকপ্টারও ডাকা হয় তাকে নিয়ে যাওয়ার জন্য। তবে তামিমের শারীরিক অবস্থা এমন ছিল যে, তাকে উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে, তাকে ঢাকার শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল KPJ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। মহামেডানের এক কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, “তামিম বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন, এবং তার অবস্থা হেলিকপ্টারে নেওয়ার মতো ভালো ছিল না।”
ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে ছিলেন তামিম
তামিম ইকবাল এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (DPL) দারুণ ছন্দে ছিলেন। সাত ম্যাচে তিনি ৩৬৮ রান করেছেন। তার ব্যাটিং গড় ছিল ৭৩.৬০, স্ট্রাইক রেট ১০২.৫০, এবং তিনি দুটি সেঞ্চুরি করেছিলেন।
আরও পড়ুন: Virat Kohli Fan Moment: বিরাটের জন্য সব করতে পারি…, পুলিশের কাছে বিস্ফোরক দাবি ধৃত বিরাট ভক্তের!
গত ৯ মার্চ, পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে অপরাজিত ১২৫ রান (১১২ বলে) করে মহামেডানকে সাত উইকেটে জিততে সাহায্য করেন। পরের ম্যাচেই ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে ৯৬ বলে অপরাজিত ১০৫ রান করেন, এবং মহামেডান নয় উইকেটের বিশাল জয় পায়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর, BPL-এ নেতৃত্ব দিয়ে শিরোপা জয়
চলতি বছরের জানুয়ারিতে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসর ঘোষণা করেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার কথাও জানান। এরপর তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) ২০২৫-এ ফরচুন বরিশালের অধিনায়কত্ব করেন এবং দলকে শিরোপা জেতান।
আরও পড়ুন: Virat Kohli: ইডেনে উদ্বোধনী ম্যাচের মাঝেই ‘বিরাট’ কীর্তি
BPL-এ ১৪ ম্যাচে ৪১৩ রান করেন তামিম, যেখানে চারটি হাফ-সেঞ্চুরি ছিল। ফাইনালে, মাত্র ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে চিটাগং কিংসের বিরুদ্ধে বরিশালকে তিন উইকেটে জিততে সাহায্য করেন।
বর্তমানে তামিমের শারীরিক অবস্থা নিয়ে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছে গোটা ক্রিকেট মহল।