ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুশান্ত কেসে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) নির্দোষ প্রমাণ হতেই, একের পর এক বলিউড (Bollywood) তারকা মুখ খুলছেন। তাও আবার রিয়ার হয়ে। কেউ বলছেন, একটা নির্দোষ মেয়েকে শাস্তি পেতে হল। আবার কেউ বা বলছেন, রিয়ার কাছে ক্ষমা চাওয়া উচিত। আবার অনেকে বললেন, রিয়ার শাপমোচন হয়েছে।
৫ বছর পর নির্দোষ প্রমাণিত (Rhea Chakraborty)
সিবিআই সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput ) মৃত্যু মামলা তদন্তে ইতি টানল (Rhea Chakraborty)। টানা পাঁচ বছর পর নির্দোষ প্রমাণিত হলেন রিয়া চক্রবর্তী। তখনই মুখ খুললেন বলিউডের একাধিক তারকা। সেই তালিকায় রয়েছেন পূজা ভাট (Pooja Bhatt) থেকে শুরু করে দিয়া মির্জা (Dia Mirza)। এমনকি মহেশ পত্নী সোনি রাজদানও (Soni Razdan) এই নিয়ে কথা বলেছেন। সবাই একযোগে সমর্থন করছেন রিয়াকে।
রিয়ার পাশে বলিউড (Rhea Chakraborty)
সেই ২০২০ সালের ঘটনা। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। সুশান্তর অনুরাগী থেকে শুরু করে পরিবারের দাবি ছিল, সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন রিয়া (Rhea Chakraborty)। শুধু তাই নয়, সুশান্তকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মঘাতী হয়েছিলেন, তা নিয়েও প্রচুর জল্পনা হয়েছে। এমনকি এই ঘটনার সঙ্গে জুড়েছে মাদক যোগের মামলা।
এই মামলা থেকে রিয়া নিস্তার পেতেই মহেশ পত্নী সোনি রাজদান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “এগুলো করার আগে ভাবা উচিত ছিল। জেল খাটানো হলো একটা নির্দোষ মেয়েকে। ইমেজ নষ্ট করা হল। আজকের দিনে দাঁড়িয়ে এমন ঘটনা একেবারেই কাম্য নয়। এই যে রিয়ার সঙ্গে অনাচার হল, তার দায় এখন কে নেবে?”
আরও পড়ুন: Hangama.com: বনি-শ্রাবন্তী সম্পর্কে ভাই বোন! বাঙাল- ঘটির তুলকালাম লড়াইয়ে জিতবে কে?

অপরদিকে অভিনেত্রী দিয়া মির্জা প্রশ্ন তোলেন, “রিয়া এবং তার পরিবার যে গভীর যন্ত্রণা এবং হয়রানির শিকার হয়েছিল, তার দায় কে নেবে?”
রোষের মুখে পড়েছিলেন মহেশ ভাট
একটা সময় সুশান্তের মৃত্যুর পর নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন মহেশ ভাট। এমনকি ভাইরাল হয়েছিল, মহেশ ভাটের সঙ্গে রিয়ার ভিডিও। ওই সময় মহেশ ভাটকে পুলিশি জেরার মুখেও পড়তে হয়েছিল। অপরদিকে রিয়ার বিরুদ্ধে মানসিক নির্যাতন, আর্থিক তছরূপের অভিযোগ উঠে। যার জেরে তাকে ২৭ দিন জেলে থাকতে হয়। অবশেষে পাঁচ বছর পর সেই সমস্ত জট কাটল। স্বস্তি পেলেন অভিনেত্রী।
মন্দিরে রিয়া
সুশান্ত মামলায় ক্লিনচিট পেতেই সিদ্ধিভিনায়ক মন্দিরে পরিবারকে নিয়ে যান রিয়া। ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন। গাড়ি থেকে অসহায় মানুষদের অর্থ সাহায্য করতেও দেখা গিয়েছে। একটা সময় তাকে খলনায়িকা, ডাইনি, খুনী থেকে শুরু করে নানান কথা শুনতে হয়েছিল। এবার তিনি চাইছেন অতীত ভুলে নতুন জীবন শুরু করতে।