ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুধুই ভারত নয়, ব্রিটেনেরও নাগরিক রাহুল(Rahul Gandhi)? এবার নয়া বিতর্কে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইতিমধ্যে এলাহাবাদ আদালতের বিচারপতি এআর মাসুদি ও অজয় কুমার শ্রীবাস্তবের লখনউ বেঞ্চে উঠেছে এই মামলা। বিরোধী দলনেতার দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি হবে ২১ এপ্রিল।
কেন তৈরি হল রাহুলের নাগরিকত্ব নিয়ে বিতর্কের জট?(Rahul Gandhi)
প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে একই সঙ্গে দুই দেশের নাগরিকত্ব রাখার অভিযোগে দিল্লির একটি আদালতে মামলা করেন। তাঁর দাবি, ‘রাহুল গান্ধী নিজেকে ব্রিটিশ সরকারের কাছে জমা দেওয়া একটি নথিতে সেদেশের নাগরিক বলে উল্লেখ করেছেন। যা ভারতের সংবিধান অনুযায়ী, আইন অমান্যকর।’
রাহুলের নাগরিকত্ব ইস্যুতে সুর চড়ালেন ভিগনেশ(Rahul Gandhi)
উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রীর পর এই ইস্যুতে সুর চড়াতে দেখা যায় কর্নাটকের বিজেপি নেতা এস ভিগনেশ শিশিরকেও। বিজেপি নেতা ভিগ্নেশ শিশির এলাহাবাদ হাই কোর্টে দাবি করেন, রাহুল গান্ধী(Rahul Gandhi) যে শুধু ভারতের নাগরিক নন, তার যথেষ্ট প্রমাণ তাঁর হাতে রয়েছে।
আরও পড়ুন: Petrol-Diesel Price: আজ শহরে পেট্রোলের দামে স্বস্তি? নাকি মধ্যবিত্তের পকেটে টান?
ব্রিটেন সরকারের সঙ্গে যোগাযোগ
ওই বিজেপি নেতা আদালতে দাবি করেছেন, রাহুলের নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে তিনি ব্রিটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিছু তথ্য তাঁরা দিয়েছেন। তবে সব তথ্য গোপনীয়তার খাতিরে দেয়নি। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন্দ্রেরও উচিত, এ বিষয়ে হস্তক্ষেপ করা। এলাহাবাদ হাই কোর্ট এ বিষয়ে কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে। এর আগে কেন্দ্রকে একাধিক দফায় মতামত জানানোর জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু এখনও কেন্দ্র অবস্থান স্পষ্ট করেনি।
আরও পড়ুন: Bengaluru Incident: একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রী ও শাশুড়ি মিলে খুন যুবককে
ফের মাথা চাড়া দিয়েছে রাহুলের নাগরিকত্ব মামলা
নতুন বছরে ফের একবার মাথা চাড়া দিয়েছে সেই মামলা। অবশ্য, কর্নাটকের নেতার সাংসদ পদ বাতিলের আর্জি খারিজ করেছে এলাহাবাদ হাইকোর্ট। পাশাপাশি, কেন্দ্রকে আগামী চার সপ্তাহের মধ্যে এই ঘটনার স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। ঘটনাচক্রে বিজেপি নেতারা এর আগে বারবার রাহুল গান্ধীকে বিদেশের নাগরিক হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেও কেন্দ্র সেভাবে উচ্চবাচ্চ করেনি। প্রতিবারই রাহুলের নাগরিকত্ব ইস্যুটি কোনও না কোনওভাবে এড়িয়ে গিয়েছে মোদি সরকার। কিন্তু এবার কেন্দ্র কি অবস্থান নেয় সেটাই দেখার।