ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বামী বা স্ত্রী ও তাঁর পরিবারকে বার বার আত্মহত্যা করার হুমকি (Bombay High Court) দেওয়া নিষ্ঠুরতা। দু’পক্ষেরই কেউ যদি বার বার এই একই কাজ করতে থাকেন, তা হলে বিবাহবিচ্ছেদের আবেদন করা যেতে পারে। সম্প্রতি এক বিবাহবিচ্ছেদের মামলায় এমনটাই বলছেন বম্বে হাই কোর্টের অওরঙ্গাবাদ বেঞ্চে।
মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি (Bombay High Court)
২০০৯ সালের এপ্রিলে বিবাহ হয়েছিল ওই দম্পতির। তাঁদের এক কন্যাসন্তানও আছে। কিন্তু স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীর পরিবার প্রায়শই তাঁদের বৈবাহিক জীবনে হস্তক্ষেপ করতেন। ২০১০ সালের অক্টোবরে তাঁর স্ত্রী কোনও কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান। ওই যুবকের আরও অভিযোগ, বাপের বাড়ি যাওয়ার সময় তাঁর স্ত্রী তাঁকে এবং তাঁর পরিবারকে অপমান করেন এবং বধূনির্যাতনের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেন। যুবক আদালতকে আরও জানিয়েছেন যে, তাঁর স্ত্রী বার বার আত্মহত্যার হুমকিও দিতেন।
আরও পড়ুন: Extra Marital Affair: স্ত্রীর সঙ্গে পরকীয়া! ভাড়াটেকে পুড়িয়ে গর্তে পুঁতে দিলেন স্বামী
স্বামীর পক্ষেই রায় আদালতের (Bombay High Court)
তথ্যপ্রমাণ খতিয়ে দেখে স্বামীর পক্ষেই রায় দিয়েছে উচ্চ আদালত (Bombay High Court)। বিচারপতি জোশী বলেচ্ছেন, স্বামী ও তাঁর পরিবারকে ফাঁসাতে বার বার আত্মহত্যার হুমকি দেওয়া ‘নিষ্ঠুরতা’র শামিল। আদালতের যুক্তি, ওই যুবকের দাবির সপক্ষে একাধিক প্রমাণ রয়েছে। নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছে হাই কোর্ট। মঞ্জুর হয়েছে স্বামীর বিবাহবিচ্ছেদের আবেদন। এই মর্মে যে কেউ বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে পারেন জানিয়েছে আদালত।