ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামীকাল বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির এসপির অফিস ঘেরাও (Surround SP Office) কর্মসূচিতে শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের।
কী শর্তে অনুমতি হাইকোর্টের ? (Surround SP Office)
আগামীকাল বারুইপুরে পুলিশ সুপারের দফতর ঘেরাওয়ের (Surround SP Office) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের। দুপুর দু’টো থেকে বিকেল পাঁচটার মধ্যে কর্মসূচি করতে হবে। কর্মসূচিতে সর্বাধিক এক হাজার বিজেপি কর্মী-সমর্থক থাকতে পারবে। ২৫ টির বেশি মাইক ব্যবহার করা যাবে না। স্কুল-হাসপাতালের ৫০০ মিটারের মধ্যে মাইক বাজানো যাবে না। কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
গত ১৯ মার্চ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। মিছিলে বাধা দেওয়া এবং আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এমনকী তাঁর গাড়িতে শাসক দল হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেন তিনি বাধা পেয়ে মিছিল না করেই ফিরে আসতে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল বিজেপি। সেই ঘটনার প্রতিবাদে আগামীকাল অর্থাৎ ২৭ মার্চ বারুইপুরের এসপির অফিস ঘেরাওয়ের (Surround SP Office) ডাক দিয়েছে বিজেপি। কিন্তু পুলিশ বিজেপির এই কর্মসূচির অনুমতি দেয়নি। তারপরই সেই কর্মসূচির অনুমতি চেয়ে গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিজেপি।

আরও পড়ুন: Calcutta High Court: পুলিশের প্রহারে মৃত্যু বৃদ্ধার, হাইকোর্টের দ্বারস্থ পরিবার
আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিজেপির সেই মামলার শুনানি ছিল। শুনানিতে বিজেপির আইনজীবী আদালতে জানায়, রাজ্যের হাতে প্রচুর দক্ষ পুলিশ আছে। রাজ্যে নিজেই বলেছে, গত কর্মসূচিতে ৪৫০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন। তাহলে অনুমতি (Surround SP Office) দিতে অসুবিধা কোথায়? শেষ কর্মসূচিতে আক্রান্ত হতে হয়েছে আমাদের। বিরোধী দলনেতার গাড়ি সহ একাধিক গাড়িতে হামলা হয়েছে। তা শুনে বিচারপতি জানতে চান কেন গন্ডগোল হয়েছিল? তার উত্তরে আদালতে বিজেপির আইনজীবী দাবি করেন, পুলিশ নিষ্ক্রিয় ছিল। সব পক্ষের বক্তব্য শুনি বিচারপতি কীর্তন কর ঘোষ আগামীকাল শুভেন্দু অধিকারী কর্মসূচির শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন।