ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপের অ্যান্ডারসন বায়ু ঘাঁটিতে চরম ব্যস্ততা (US Fighter Jet)! সারা দিনে ক্ষণে ক্ষণে বোমারু বিমানের গর্জন শোনা যাচ্ছে। যেন সকলের চোখের আড়ালে চলছে কোনো যুদ্ধের প্রস্তুতি। তবে কারা রয়েছে তাঁদের নিশানায় তা এখনও স্পষ্ট হয়নি। এই সমস্ত কিছু দেখে বড়সড় সামরিক পদক্ষেপের জন্য অপেক্ষা করছে বিশ্বের তাবড় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। জানা গেছে প্রশান্ত মহাসাগরের ঐ দ্বীপে আকাশ কাঁপিয়ে চলেছে মার্কিন বায়ু যোদ্ধারা।
স্নায়ুযুদ্ধের ৩০ বছর পর ‘বি-১বি ল্যান্সার’ (US Fighter Jet)
বিশ্বের দুই “সুপার পাওয়ার” দেশের মধ্যে “স্নায়ুযুদ্ধ” শেষ হওয়ার প্রায় ৩০ বছর পর আবারও শোনা গেল আকাশ কাঁপানো মার্কিন বোমারু বিমান ‘বি-১বি ল্যান্সার’-এর শব্দ (US Fighter Jet)। এই যুদ্ধবিমানের একটি বিশাল বহরকে আচমকাই প্রশান্ত মহাসাগরের ঐ দ্বীপটিতে পাঠিয়েছে আমেরিকা। তবে হঠাৎ কেন সেখানে বিমানবাহিনীর এই বিশাল বহর পাঠাতে গেল আমেরিকা, এনিয়ে একেবারেই মুখ খোলেনি আমেরিকা।
চিনের দাদাগিরিতে রাশ (US Fighter Jet)
প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনের আধিপত্যকে রুখতে গুয়ামে ওই বোমারু বিমান নিয়ে যেতে পারে বলে অনুমান করছেন কেউ কেউ (US Fighter Jet)। ট্রাম্প ক্ষমতায় ফিরেই ড্রাগনের সঙ্গে শুল্ক যুদ্ধে জড়িয়েছিলেন। পাল্টা হুমকির সুরে জবাব দিয়েছে চিন। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্রাগনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন এই জন্যই আগে ভাগে পদক্ষেপ নিয়েই বায়ুবাহিনী মোতায়েন করেছে আমেরিকা।

কানাডা দখলের পরিকল্পনা
শুধু গুয়ামেই নয়, আমেরিকা ‘বি-১বি ল্যান্সার’ বোমারু বিমানের বিশাল বহর মোতায়েন করেছে নর্থ ডাকোটার গ্র্যান্ড ফর্কস বায়ুসেনা ঘাঁটিতেও। এই সেনা ঘাঁটিটি উত্তর কানাডার খুব কাছেই রয়েছে। আমেরিকার বায়ু সেনার এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। ট্রাম্প প্রকাশ্যেও তা কয়েকবার বলেছেন। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন কানাডা। এই পরিস্থিতিতে সেনা অভিযানের মাধ্যমে কানাডাকে দখল করতে পারে ট্রাম্প, এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে আমেরিকা ও ইউরোপ জুড়ে। অনেকে মনে করছেন, সেনা অভিযানের মাধ্যমে কানাডা দখলের সুপ্ত ইচ্ছা নিয়েই ট্রাম্প ‘বি-১বি ল্যান্সার’-এর মতো পরমাণু হাতিয়ার বহনে সক্ষম বোমারু বিমানকে নর্থ ডাকোটার গ্র্যান্ড ফর্কস বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করেছে।

আরও পড়ুন: Jamaat E Islami: বাংলাদেশে স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াতে
‘বি-১বি ল্যান্সার’-এর ক্ষমতা
একটি সংবাদ সংস্থা দাবি করছে, মার্কিন বায়ুসেনার ‘বি-১বি ল্যান্সার’-এর ৩৪ এবং ৩৭ নম্বর স্কোয়াড্রনকে গুয়াম এবং নর্থ ডাকোটার ঘাঁটিতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই বিমানগুলো প্রায় ৪০ বছরের পুরোনো। তবে এখনও এই বোমারু বিমানের ব্যাপক হামলা করার ক্ষমতা রয়েছে। এজন্য এই বিমান বাহিনীকেই এই দুই কৌশলগত এলাকায় মোতায়েন করে জিনের আধিপত্য বজায় রেখেছে। এই বিমান দিয়ে প্রথমে পরমাণু অস্ত্র বহনে ব্যবহার করলেও এখন এই বিমানে পরমাণু অস্ত্র রাখা হয় না। ইরাকের সেনা অভিযান ও আফগানিস্তানে অভিযানের সময় এই বিমান ব্যবহার করেছিল আমেরিকা।