ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নবরাত্রির সময় দিল্লির সমস্ত মাংসের দোকান বন্ধ (Closure Meat Shops During Navratri) রাখতে হবে বলে দাবি জানালেন বিজেপির দুই বিধায়ক। ওই দিনেই পালিত হতে চলেছে ইদ। স্বাভাবিক ভাবেই মাংসের দোকান বন্ধ থাকলে মুসলিমরা সমস্যায় পড়বেন। সংঘাত বাঁধতে পারে দুই সম্প্রদায়ের মধ্যে। বিজেপি বিধায়কদের দাবিকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও।
রাজনৈতিক বিতর্ক শুরু (Closure Meat Shops During Navratri)
রাজ্যের দুই বিজেপি বিধায়কের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গেরুয়া শিবিরের বিধায়ক রবীন্দ্রন নেগী ও নীরজ বৈশ্য মঙ্গলবার দাবি করেন ৩০ এপ্রিল নবরাত্রি শুরু হচ্ছে। নবরাত্রি চলাকালীন রাজধানীর সমস্ত মাংসের দোকান বন্ধ রাখা হোক (Closure Meat Shops During Navratri)। বিশেষ করে মন্দিরের পাশে যেসব দোকান রয়েছে। নাহলে হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে।
বিরোধিতা করেছে ন্যাশনাল কনফারেন্স (Closure Meat Shops During Navratri)
দিল্লিতে মাংসের দোকান বন্ধ রাখার দাবি জানানোর বিরোধিতা করেছে ন্যাশনাল কনফারেন্স। রাজ্যের প্রধান বিরোধী দল আম আদমি পার্টির তরফে মুখ খোলা না হলেও প্রতিবাদ করেছে এনসি। ন্যাশানাল কনফারেন্সের বিধায়ক তনবির সাদির প্রতিবাদে জানান, রমজান মাস চলছে। ধর্মের নাম করে এই ধরনের দাবি কখনই গ্রহণযোগ্য নয়। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ অবশ্য বিজেপির দাবিকে সমর্থন জানিয়েছেন। তিনি বলছেন, নবরাত্রির সময় দিল্লিতে মাংসের দোকান বন্ধ রাখা হলে তাঁদের কোনও আপত্তি থাকবে না।
আরও পড়ুন: Tattoo Removing: আঁকতে নয় ট্যাটু মুছতে লম্বা লাইন ক্লিনিকে, কাশ্মীরে হঠাৎ কীসের হিড়িক?