ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাবা-মায়ের মৃত্যুশোক ভুলতে না পেরে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী (Tamluk Incident)। মঙ্গলবার রাতে তমলুকের হরিদাসপুর এলাকায় ঘটে যায় এমনই মর্মান্তিক ঘটনা। জানা যাচ্ছে বছর দেড়েকের মধ্যেই বাবা-মায়ের মৃত্যু। তার ফলে মানসিক অবসাদ কাটিয়ে উঠতে পারছিল না তমলুকের নাবালিকা। তাই জেরেই নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ওই নাবালিকা।
কিডনিতে জটিল সমস্যার জেরে মৃত্যু বাবার (Tamluk Incident)
মৃত একাদশ শ্রেণির ছাত্রী দেবশ্রী রানা। বাবা দুলাল রানা পেশায় ছিলেন একজন ইলেকট্রিশিয়ান। তমলুকের হরশংকর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন দুর্গাপুর টাউনশিপে ফ্ল্যাট কিনে থাকতে শুরু করেছিলেন তারা। আর সেখানেই বাবা-মায়ের সঙ্গে সপরিবারে বসবাস করছিল দেবশ্রী ও তার ছোট ভাই। এমন অবস্থায় বছর দেড়ের আগে আচমকা মা জ্যোৎস্না দেবীর ব্রেনস্ট্রোকে মৃত্যু হয় (Tamluk Incident)। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাসছয়েকের মধ্যে কিডনিতে জটিল সমস্যার জেরে মৃত্যু হয় বাবা দুলালবাবুর।
ওড়নার ফাঁস নিয়ে আত্মঘাতী (Tamluk Incident)
হরিরাজপুরে পিসির বাড়িতে পিসেমশাইয়ের কাছেই থাকতে শুরু করেছিল ছোট্ট দুই ভাইবোন। কিন্তু কোনভাবেই যেন বাবা-মায়ের মৃত্যু শোক ভুলতে পারছিল না দেবশ্রী। এমন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭ টা নাগাদ ওই পিসি বাড়িতেই শোওয়ার ঘরে সিলিং ফ্যানে গলায় ওড়নার ফাঁস নিয়ে আত্মঘাতী হন ওই স্কুলছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় থাকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।
আরও পড়ুন: Liluah Case: আগুনে পুড়ে ছাই বাড়ি, পাশের গাছে মালিকের মৃতদেহ, আতঙ্কের পরিবেশ!