ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ আবারও কলকাতা হাইকোর্টে আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাবা-মায়ের আবেদনের মামলার (RG Kar Murder Case) শুনানি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ মতো আজ আদালতে কেস ডায়েরি পেশ করার কথা সিবিআই-এর। চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে নতুন করে তদন্তের আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার বাবা ও মা। সেই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অনুমতিতে গত সোমবার কলকাতা হাইকোর্টে নির্যাতিতার বাবা-মায়ের আবেদনের শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। শুনানির প্রথম দিনেই আদালতের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ে সিবিআই।
আদালতের প্রশ্নের মুখে সিবিআই (RG Kar Murder Case)
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (RG Kar Murder Case) সিবিআই এর উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন, ‘ঘটনাটা কি ধর্ষণ নাকি গণধর্ষণ? যদি গণধর্ষন হয় তাহলে বাকি সন্দেহভাজন কারা? কতদূর তদন্ত এগিয়েছে, এই মুহূর্তে আপনরারা কী করছেন? এটা গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট? এই তদন্তে কোথাও গিয়ে কি আপনাদের মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা? কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ আছে?’
আরও পড়ুন: Student Election: কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন কবে? হলফনামা দিয়ে আদালতে জানানোর নির্দেশ

জাল ওষুধ দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁর কন্যাকে প্রাতিষ্ঠানিকভাবে খুন হতে হয়েছিল বলে গত শুনানিতে বিস্ফোরক দাবি করেছিলেন নির্যাতিতার মা। আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানান তাঁরা। এসপি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করেও তদন্তের আবেদন জানায় নির্যাতিতার পরিবার (RG Kar Murder Case) । সেই সঙ্গে তাঁরা আদালতে দাবি করেন, এখনও পর্যন্ত নিরাপত্তারক্ষী, নার্সদের এবং হাসপাতালের অতিরিক্ত সুপারকে জিজ্ঞাসাবাদ করেনি তদন্তকারী সংস্থা। তাই সিবিআই এর থেকে স্ট্যাটাস রিপোর্ট চাওয়ার আবেদনও আদালতে করেন নির্যাতিতার বাবা-মা। এই মামলায় একমাত্র দোষী কেউ যুক্ত করার আবেদন জানানো হয় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। যদিও এই বিষয়টি বিবেচনা সাপেক্ষ বলে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আরও পড়ুন: Surround SP Office: কাল বারুইপুরে এসপি অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির, শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের
পাল্টা, আদালতে নতুন করে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য। বিশেষ আদালতকে না জানিয়ে কেন নির্যাতিতার পরিবার হাইকোর্টে এলো সেই প্রশ্ন তুলে রাজ্য। পাশাপাশি গোটা মামলায় সাজা ঘোষণা এবং চার্জশিট প্রদান হয়ে যাওয়ার পরও নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলে রাজ্য (RG Kar Murder Case) । এবং ১৫ দিনের মধ্যে সিবিআই কে তদন্ত শেষ করার জন্য আদালতে আবেদন জানায় রাজ্য। তারপরই সিবিআইয়ের থেকে কেস ডায়েরি তলব করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ আদালতে কেস ডায়েরি পেশ করার কথা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।